নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

এমনটাই কথা ছিলো

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

ফিরবো না বলেও কবিতার
আঁচলে
বার বার ফিরে আসি আমি,
অথচ একদিন আর কবিতা লিখবো না
এমনটাই কথা ছিলো।।

অবারিত দখিণার গুঞ্জনে দাঁড়িয়ে তোমার
স্বপ্ন ছুঁয়ে
মেঘের বলাকায় নিজেকে সঁপে দেবার
কথা ছিলো
আমার উচ্চারণে তোমাকে আপ্লুত করার
কথা ছিলো,
ভেবেছিলাম কবিতার কাছে আর ফিরবো না……

ভেবেছিলাম অনেক কিছুই
অথচ দিনে দিনে
প্রতি ভোরে
নিজের কবিতার কাছে নিজেই 'প্রতারক'
হয়ে যাই।।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

আমি মিন্টু বলেছেন: হুম হয়ত এমনটাই লেখা ছিলো :)

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

ফেলুদার তোপসে বলেছেন: একদম

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষ স্তবকে ভালো লাগাটা প্রবল হইছে। +

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

ফেলুদার তোপসে বলেছেন: অনেক খুশি হলাম আপনার মন্তব্যে।।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২

জনম দাসী বলেছেন: সত্যই তো লেখা হল, তবে এই শেষ লাইনটা......


'' নিজের কবিতার কাছে নিজেই প্রতারক হয়ে যাই''

আত্ম-স্বীকারের পর নিশ্চয়ই কেউ আর প্রতারক থাকেনা।

++++++++

ভাল থাকুন সব সময়।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

ফেলুদার তোপসে বলেছেন: এই বেলাতে
একদিন আমিও তোমার মতো
অনেক বড় হয়ে যাবো
কষ্ট দিতে কষ্ট হবে না,

৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

আজাদ মোল্লা বলেছেন: শেষে লাইন টি অদ্ভুত ।

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

ফেলুদার তোপসে বলেছেন: সত্যই অদ্ভুত।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭

রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল
++

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.