নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

এ কথা তোমাকে বলে যাওয়া প্রয়োজন

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

এ কথা তোমাকে বলে যাওয়া প্রয়োজন
কারন তুমি বোধহয় মনে রাখবে।

কথাটা জেনে যাও -
যেদিন আমি চলে যাবো
কেউ মনে রাখবে না
এই আমি,
কতোখানি ক্ষুদ্র কতোখানি বড় ছিলাম
কতোটুকু উদাস কতোটুকু গভীর
কতোটুকু ভারী কতোটুকু নিস্তেজ
কতোটা পুরু কতোটা পাতলা
কতোটা রুক্ষ কতোটা মসৃন
কতোখানি স্বার্থপর কতোখানি উজবুক
কতোটুকু শীতল আর কতোখানি উষ্ণ
ছিলাম।

কেউ মনে রাখবে না আমি কেমন ছিলাম,
লোডশেডিং এর অন্ধকারে এ হাত
কতোদ্রুত
দিয়াশলাই ধরাতো,
ভোরের আলোয় রাত জাগা চুলগোল
কতোটা
এলোমেলো থাকতো………

হাত বাড়িয়ে এ হাত কতোবার ফিরে
এসেছে
কতোবার ঘুম ভেঙ্গেছে,
ঘুম না ভাঙ্গার ইচ্ছে সত্ত্বেও
কতোবার - কতোবার -
কতোখানি - কতোটুকু………

এ কথা তোমাকে বলে যাওয়া প্রয়োজন
কারন তুমি বোধহয় মনে রাখবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

অভিমান ইগো এবং ভালোবাসা বলেছেন: কেউ মনে রাখে না।

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

ফেলুদার তোপসে বলেছেন: একদম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.