নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

নাগরিক সন্ধ্যায় কিছু কিছু গল্প তৈরী হয়

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

নাগরিক সন্ধ্যায় কিছু কিছু গল্প
তৈরী হয়, এগুলো সকাল অবদি গড়ায়
না;

খুব কাছাকাছি থেকেও কাছে আসার
যবনিকা হয়ে যায়।

গল্প গুলো গল্প থাকুক, আর তুমি-আমি
থেকে যাই তুমি আর আমি।

মাঝে মাঝে জীবন খুব লোভ দেখায়।
কখনো হাত বাড়াই না, আবার কখনো
নিজের অজান্তেই হাত বাড়িয়ে দেই।

সোজা প্রশ্ন, আমরা হাত বাড়াই
কেন? কারন অবলম্বন নিয়ে বেঁচে
থাকা মানুষের আজন্ম সংস্কৃতি।
তাই সাদা কিছু দেখলেই আমরা সে
পথ পথ চলা শুরু করি, হোক সেটা আলো
কিংবা অন্য কিছু
আমরা সবাই অতীতে বসবাস করতে
ভালোবাসি, এটাও বোধহয় সহজাত
একটা ইন্সটিংক্ট,
কারন অতীত আমাদের কাছে কখনোই
দুঃখের হয় না।

অতীতের সব সুখ স্মৃতি মানুষের
মস্তিষ্ক ধরে রাখে, নেগেটিভ
অংশগুলো আড়াল করে রাখে
তাই অতীত আমরা উইস্কির মতো
উপভোগ করতে ভালোবাসি।

আমরা বর্তমানকে উপভোগ করতে চাই
না
আমিও এসবের বাইরে না, অথচ গতকাল
সন্ধ্যায় আমিও বাইরে গিয়েছিলাম।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪২

শুভ্র বিকেল বলেছেন: সুন্দর। ধন্যবাদ।

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

ফেলুদার তোপসে বলেছেন: অনেক ধন্যবাদ।।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৪

রাজিয়া সুলতানা বলেছেন: "নাগরিক সন্ধ্যায় কিছু কিছু গল্প
তৈরী হয়, এগুলো সকাল অবদি গড়ায়
না"

ভালো লাগলো!

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

ফেলুদার তোপসে বলেছেন: ঠোঁটের কবিতা -
আমাকে চাইলেও আর ওলোট পালোট করে দিতে
পারে না,
আমি এভাবেই আমার মাঝে বসবাস করি
অনেক গোপনে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.