নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

শুধু একটা নাম না জানা ফুল থাকুক

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

শুধু একটা নাম না জানা ফুল থাকুক ঐ খোপায়...
শুধু মোহাচ্ছন্ন করে রেখো না
একটু একটু করে পোড়াও আমায়, সেটাই আমি চাই
পৃথিবীর সবটুকু উত্তাপ চাই না
শুধু তোমার রক্ত যতোটা উষ্ণ
অতোটুকু উষ্ণতায় ভালোবেসো আমাকে
শোবার জন্য অনেক খানি জায়গা লাগে না আমার
শেষরাতের নতুন কিছু মায়াবী কথাই আমার জন্য যথেষ্ট
আমি বণিক নই, তাই মেপে মেপে অনেকখানি
প্রেম আমি চাই না
আমি চাই তুমি তীক্ষ্ণ হও, হিংস্র হও, জাগ্রত হও
মাটি হও, মমতা হও, ঝড়ালো হাওয়া হও
তোমার ভালোবাসা সৌরভ হয়ে না,
বরং আঁচড় হয়ে থাকুক এই দেহ শশ্মানে
প্রয়োজন নেই নীলিমা, কামনা, কবিতা
আমার মুখের উপর ঝুকে থাকা ঐ চুলগুলো শুধু থাকুক

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৪

তার আর পর নেই… বলেছেন: ভালো লেগেছে +++
শব্দটা কি ঝড়ালো হবে?

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

ফেলুদার তোপসে বলেছেন: ঝড়ালো শব্দ আমার খুব প্রীয়, যদিও ডিক্সনারিতে নেই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.