নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

যদি কখনো তুমি আমার মতো হয়ে যাও

২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

যদি কখনো তুমি আমার মতো
হয়ে যাও
দেখবে কষ্টগুলো আর কষ্ট নেই,
ওগুলো তখন ধুলোবালি
গায়ে লাগলেই কি বা না লাগলেই কি।

যদি কখনো তুমি আমার মতো হয়ে যাও
পথে হাঁটতে কষ্ট হবে না,
আঘাত পেলে চোখের কোনা ভিজবে
না,
বৃষ্টি এলে বুকের ভেতর তেমনটা আর
করবে না,
ঠান্ডা গরম কিছুই বুঝবে না;

এমন কোন মানুষ, না না, এমন কোন
প্রাণী হবে তুমি,
বেঁচে আছো কি নেই, এই বোধ
তোমাকে ভাবাবে না।

যদি কখনো তুমি আমার মতো হয়ে যাও
ভিখিরী দেখে কষ্ট হবে না
সুঁই ফোঁটালেও মুখের পেশী
কুঁচকাবে না
ভোর হলেও ঘুম পাবে না
হাত বাড়ানোর সাধ হবে না;
কখন কবে কেঁদেছিলে সেই হিসেবও
আর রবে না,
অবাক হয়ে তাকালে সিলিং এর দিকে,
স্বপ্ন নামের জোয়ার ভাঁটা জোর
করলেও আসবে না।

যদি কখনো তুমি আমার মতো হয়ে যাও
দেখবে তুমি আর তুমি নেই
তোমার সর্বশরীরে
আমি,
আমার গন্ধ,
কষ্টের ধুলোবালি,
রইবে পড়ে সব...
অথচ নিজের শরীরে হাত রেখেও
নিজেকে খুঁজে পাবে না
যদি কখনো তুমি আমার মতো হয়ে যাও।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: বেশ ভাল লিখেছেন।

২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

ফেলুদার তোপসে বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.