নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

জানি একদিন আমি কাঁদবো

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

আমি জানালা খুলে রাখি, ভোরে কিংবা
বিকেলের শেষে,

আশায় থাকি শিল্পীর ঘোলাটে রঙের মতো
একটি ছায়া পড়বে কখনো।

জানালার ওপ্রান্তে বাতাসে দোলা শাড়ির
আঁচল আসবে,
বৃষ্টিভেজা একটা খোঁপা দেখবো
একটি ছায়া শুধু আমার জন্য উষ্ণ হবে বলে আমি
জানলাটা খুলে রাখি,
অন্ধকারের খন্ড শিহরণ ছাঁপিয়েও আমি চোখ
খুলি না।

তুমি কেমন করে ফুল ফোঁটাও, কেমন করে
তাকাও
কি অযতনে আমার শরীরে তুমি গন্ধ রেখে যাও
অনেক সাহস করেও আমি তোমায় ছুঁতে পারি না
শুধু সাহস করে, আমি খুলে রাখি জানালাটা
আমার সর্বস্ব দিয়ে আমি জানালাটা খুলে
রাখি,
ভাবি, তুমি এসেছিলে, ভাবি তুমি আবার
আসবে
জাগরণে নয়, নিদ্রায় নয়, সস্তা কোন ঘোরে নয়,
আমার সমস্ত কিছু এলোমেলো করতে তুমি আসবে।

আমি লুটপাট হবার অপেক্ষায় জানালা খুলে
রাখি...
অপেক্ষায় থাকি, কখন তুমি চলে যাবে আর কখন
আমি কাঁদবো।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

রাজিয়া সুলতানা বলেছেন: "আশায় থাকি শিল্পীর ঘোলাটে রঙের মতো
একটি ছায়া পড়বে কখনো। "

ভালো লাগলো!

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

ফেলুদার তোপসে বলেছেন: সেই ছায়া আজও এলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.