নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

আমার আকাশ আজোও তোর জানালায়

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

" তোর অজস্র বসন্ত বিকেল থেকে, শুধু একটা
বিকেলে আমাকে ধার দিস।"


ডানা ভাঙ্গা পাখির দল তোমার
আর আমার হারিয়ে যাবার
সাক্ষী !

আমি তো হারিয়ে যাবো ঠিকই, অজানা অহংকারে ,
মিছে দাম্ভিকতায় আর
অর্থহীন জেদে !
ডানাভাঙ্গা পাখিরা ঠিক ই
মনে রাখবে !

আমি একটা বিষন্ন রাতের
গল্প , যার
তারাগুলো বিষাদের
সুরে কাতর ! বাতাসে গভীর
শুন্যতার ছায়া !

আমি লিখতে বসেছি অতৃপ্ত
আত্বার গল্প সঙ্গী আঁধার আর
মন খারাপ করা রাত !!

বসন্তের স্নিগ্ধ বিকেলের
হাওয়ায় সবুজের আলোড়ন ,
যান্ত্রিক অবয়বে তোর
আগমনে প্রকৃতিতে উচ্ছ্বাস
ছিলনা ! আমার নিস্তব্দ
সাঝবেলায় তখনো হাওয়ার
ছাট লাগেনি !

ধীরে ধীরে মনোজগতে তোর
অদৃশ্য দখলদারি ! আমার
পাখিদের সুর তুই বুঝিস , আমার
বিকেলের রোদ তোর হয়ে যায় ,
আমার নদীর বাকে তোর ছোট্ট
কুটিরে জোছনা বিলাসের
সমস্ত অধিকার তোর ই কেবল !

তারপর একদিন তোর
চোখে আমি অপ্সরী ছায়া দেখতে পাই !
"And There will be
companions with beautiful ,
big , And Lustrous eyes " !
আমার নদীর জল , আমার
বিকেলের হাওয়া , আমার
পাখিদের গান তোকে উপহার
দেই রোজ ! বিনিময়ে পাই তোর
আকাশের মেঘের ছায়া , তোর
স্নিগ্ধ সকাল !

একদিন ঝুম
বৃষ্টি নামলো আমার জানালার
টুকরো আকাশ থেকে ! দু
ফোটা বৃষ্টি জল আমায়
ছুঁয়ে গেল ! তোর
আকাশে তখনো কালো মেঘ !
বিষন্ন আকাশের হুংকার !
পাখিদের ওড়াওড়ি নেই ,
আমি জানিনা তোর আকাশ
কি এখনো থমকে আছে বিষন্নতায় ??

আমার জানালার কান্না বন্ধ
হলে আমি তাকাই তোর আকাশে !
কিন্তু হায়,
আমি দেখতে পাইনা তোর
আকাশ , তোর স্নিগ্ধ সকালের
মায়াবী রোদ ! আমার নদীর
বাকে কুড়েঘরে জমে থাকা অভিমান !
নদীতীরে বসা একটা নিঃসঙ্গ
চিলকে পাঠাই তোর খবর
আনতে , সে চিল আর
ফিরে আসেনা !

আরো চাপা অভিমান
বুকে বাসা বাধে ! তারপর এক
সাঝ বেলায় মৃত্যু এসে ভর
করে আমার ঘুমে ! নিরস
দেহটা পড়ে থাকে , মৃত্যূ হয়
অভিমানী আত্মার।

আমি দেখতে পাই আমার
মুঠোফোনে তোর অজস্র ডাক ,
দেখতে পাই মুঠোফোনে তোর
পাঠানো কথা মালার আগমন !

আমি যে স্পর্শ করার
ক্ষমতা হারিয়ে ফেলেছি ,
আমি সে কথামালা জানতে পারিনা ,
পারিনা জানিয়ে দিতে আমার
অভিমানী আবেগ !

খুব
জানতে ইচ্ছে করে কি হয়েছিল
তোর , খুব
জানিয়ে দিতে ইচ্ছে করে অভিমানী মেঘের
যে মরণ হয়েছে!

একটা চিল
উড়ে যায় তোর বাড়ির দিকে ,
আমি তাকে বলে দেই আমার
হাওয়া হয়ে যাবার খবর !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

শুকনো কাঠ বলেছেন: পড়ে ভাল লাগলো ভাই।

২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

ফেলুদার তোপসে বলেছেন: অনেক ধন্যবাদ।।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

ফেলুদার তোপসে বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.