নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে হলেই

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

ইচ্ছে হলেই লিখে ফেলা যেতো
তোমার কানের দুলের দুষ্টুমির কথা,

তোমার কালো টিপের নার্ভাসনেস,
লিপিস্টিকের ভিরু ইশারা,

নেইল পলিশের বিষন্ন হয়ে যাওয়া
রেশমি চুড়ির হঠাত থমকে যাওয়া,

আচলের বেসামাল উড়াউড়ি।

তোমার অনামিকা ঘিরে ছায়াদের ঘুরোঘুরি
আর চুলের কালো টিপটার মরচে পড়ে যাওয়ার
ইতিবৃত্ত।

তোমার নাকের তিলটাকে নিয়ে আমার
যে স্বরবৃত্ত।

কিন্তু যেখানটায় লিখবো,
সেই তোমার করতলে যে হাটুজল !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

ব্যাক ট্রেইল বলেছেন: করতল -হাতের তালু
তাতে হাঁটুজল!!
এম্নি ভাল হইছে।

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালো লাগার জন্য।।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪০

রাবেয়া রাহীম বলেছেন: প্রিয়তমা কে নিয়ে আকুলতা খুব ভাল লেগেছে । উপমাগুলো মন ছুয়েছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.