নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

ফেরে না কেউ

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

অলস দুপুর হেঁটে চলে গেছে নিরুদ্দেশ।
সন্ধ্যে হলেও ফেরেনি ঘরে।
দুপুরের মতো বেড়াল পায়ে
বিকেলগুলোও চলে গেছে শহর ছেড়ে।

কোনদিন
কি দেখা হবে মুখোমুখি আর ? কী ভীষণ
নস্টালজিক এই রাত্রির গহন অরণ্য!
ফসলের ক্ষেত থেকে কত যে উঠে আসে সকরুণ দীর্ঘশ্বাস।

ঘাসের উপর খোলস বদলানো একটি গোখরো কী
বীভৎস সুন্দর!
ধোঁয়ার মতো ধূসর শূন্যতায় ভরা
নির্জনা এই রাত্রির কালোমাটির ভূ-খণ্ড। অদূর
অদৃশ্য থেকে ভেসে আসে মরে ভূত হয়ে যাওয়া
শেয়ালের অতৃপ্তি- তুমুল কোরাস।


অপঘাতে যারা
মারা পড়ে তারা কেন ফিরে আসে রাত নামলে
পৃথিবীর অন্ধকার-অভ্যন্তরে ?

স্মৃতি ভুলে যাওয়া অলস দুপুর, নীলাকাশ বিকেল-
ফেরে না কেউ আমি শুধু অমাবস্যার রাত জেগে
ডায়রির পাতায় লিখে রাখি হলুদ হরফে
প্রাপ্তবয়স্ক মস্তিষ্ক বিকৃতি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

ফেলুদার তোপসে বলেছেন: অনেক ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.