নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

সুদিনের শিউলি ফুল

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

১।
নুপূর তুমি জানো না -
আমার পৃথিবী তোমার থেকেও বড়,
যেমন মানুষের কষ্ট তার জীবন থেকেও বড়,
ভুল ভাঙ্গা জোছনায় যদি একদিন হঠাত ঘুমও
ভাঙ্গে তোমার,
জীবনের শ্রেষ্ঠতম অনুদান নিয়ে যদি তরী ভেরাও
কোনদিন -

আমাকে আমার তন্দ্রা ফেরত দেবে কি?

কিংবা সেই রাতগুলো যেগুলোতে আমি ঘুমোতে
চেয়েছিলাম!

মানুষ কি এতোই সহজ?

কষ্ট কি এতোই সহজ?

দূরে থাকা কি এতোই সহজ?

অশ্রু কি এতোই সহজ?

ভুল কিংবা বিরহ কি এতোই সহজ...

আজো বিকেল নামে, পাখিরা নীড়ে ফেরে
নীড়ের খড়কুটো কতো স্মৃতিময় -

ছোট্ট নীড়, কতো স্নেহ, কতো কবিতা
এই কবিতা তোমার থেকেও বড়।

২।
তোমার আমার এই জীবন
বয়ে নিয়ে বেড়ানোই যদি আসল কথা হয়
তবে চলো ভুল করি
তবে চলো নষ্ট হয়ে যাই,
যেকোন প্রাণীর মতো কেবল
বেঁচেই যদি থাকি
তবে শেষ হয়ে যাই চলো,
ঘুমিয়েই যদি পড়বে জানো
তবে চলো অন্ধ হয়ে যা্ই,
এমন ভাবেই বাঁচতে যদি হয়
তবে চলো কারো অভিশাপ হয়ে যাই
কষ্ট হই,
শেষ নই,
নষ্ট হই...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

মেজদা বলেছেন: নষ্ট হওয়ার দরকার নাই। লেখা সুন্দর। ধন্যবাদ

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

ফেলুদার তোপসে বলেছেন: নষ্ট হতে যে ভীষন ভীষন ইচ্ছে করে।।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৪

আরণ্যক রাখাল বলেছেন: ঘুমিয়েই যদি পড়বে জানো
তবে চলো অন্ধ হয়ে যা্ই,

সুন্দর লেগেছে কবিতাটা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

ফেলুদার তোপসে বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.