নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

দুটি কবিতা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

১। বাবা
এখনো পথেঘাটে সোজা হেঁটে যাওয়া
ধুতিপাঞ্জাবীতে কোন সত্তরছোঁয়া
শ্রান্ত সরল মুখ দেখলে পরে
তোমার কথাই খুব মনে পড়ে |

এখনও সিগারেটের ধোঁয়ায় ভাসানো
তোমার গায়ের গন্ধে মেশানো
বাতাসেরা যদি আসে দুপুরে
তোমার কথাই খুব মনে পড়ে |

এখনও সেতারে কিম্বা এসরাজে
বর্ষায় যদি মেঘমল্লার বাজে
রাতে যদি কেউ দরবারী গায়
তোমাকেই খুব মনে পড়ে যায় |

মাঝরাতে ছাদে একলা যখন
শূণ্য আকাশে হারায় এ মন
আয়ুর নামতা শেখায় জীবন
তোমাকেই খুঁজে বেড়াই তখন |

২। বাতিওয়ালা
সন্ধ্যা নামার আগেই
গলির ল্যম্পপোস্টের বাতিগুলো
একটার পর একটা
জ্বালিয়ে দিয়ে যেত সেই লোকটা |

নিয়নের জমানা আসতেই,
একদিন উধাও হয়ে গেল সে |

আমার ছেলেবেলার সেই গলি,
ইস্কুল থেকে বাড়ি ফেরার সেই গলি,
হারিয়েছে অন্য পথে |
তবু এখনো মাঝে মাঝে
ঘন কুয়াশা ভেদ করে
জেগে ওঠে সেই গলি,
বুকের ভিতরে |

বাতিওয়ালা আসে,
জ্বেলে দিয়ে যায় বাতি
একটার পর একটা,
ফেলে আসা ল্যাম্পপোস্টে |

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ কবিতা। দুটাই।
খুব ভাল, খুব ভাল এবং খুব ভাল

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৫

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.