নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো কাব্যকথন!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৩২

১।
তোমাদের ব্যালকনীটা -
রোজ ভেসে যায় রোদে..
এক কোণে একলা বসে;
হয়তো হঠাৎ উচ্ছাসেতে,
উঠছো হেসে..
জানো কি?
হয়তো,
অন্য কোথাও..
তোমায় ভেবে;
রাঙিয়ে মন,
মন খারাপের রঙে..
আনমনা কেউ;
দেখছে হঠাৎ,
যায় জলে চোখ ভেসে..।।

২।
সময়,
পদ্মপাতার জল বুঝি তুই?
ইচ্ছে আমার,
আদর করে একটু তোরে ছুই..

৩।
ভাল থাকুক
প্রিয় যত ক্ষণ
ভাল থাকুক
স্মৃতি শৈশব
সোনালী ইস্কুল
রূপালী কলেজ বেলা
ভাল থাকুক
আলতো হাতে
ভালোবাসার পরশ
ভাল থাকুক
ভুলে যাওয়া দুঃখ
প্রিয় যত সুখ
ভাল থাকুক
অবারিত ভালোবাসা
ভাল থাকার সুখ
ভাল থাকুক।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪

ফেলুদার তোপসে বলেছেন: ভাল লেগেছে জেনে সত্যিই খুশি হলাম।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০০

তার আর পর নেই… বলেছেন: মোটামুটি লাগলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৯

রাবেয়া রাহীম বলেছেন: ১ নং , ২নং অসাধারন লেগেছে।।---
অনেক শুভেচ্ছা রইল।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

ফেলুদার তোপসে বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত হলাম, অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও।।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

মাহবুবুল আজাদ বলেছেন: সময়,
পদ্মপাতার জল বুঝি তুই?
ইচ্ছে আমার,
আদর করে একটু তোরে ছুই..
খুবই সুন্দর।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর লিখেছেন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.