নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

যদি জানতে পারি কোনদিন, ভালোবেসেছিলে..

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

যদি জানতে পারি কোনদিন, ভালোবেসেছিলে
দুঃখগুলোকে মানিক মিয়া এভিনিউ এর বক্ষপ্রশস্ত আলপনায়
উপুড় করে ঢেলে দিয়ে আসবো,
পূর্ণিমার অন্ধকারে যে রঙ তোমার মনের ঘরে দিতে
গিয়েও দেয়া হয়নি
নগরকাব্যের এনভেলাপে সে রঙ পৌছে দেবো তার
ঠিকানায়
যদি জানতে পারি কোনদিন, ভালোবেসেছিলে
ইরানী শাহানামাকে হার মানিয়ে
অনায়াসে লিখে দেবো মহাকাব্য তোমাকে নিয়ে
সাগরের সবগুলো ঢেউ একটি একটি করে তুলে এনে,
তোমার নামে
দেবো গড়ে নীল জলের অট্টালিকা
যদি জানতে পারি কোনদিন, ভালোবেসেছিলে
আমি পাথর হবো
আমি জল হবো
আমি মহাকাব্য হবো
ভালোবাসাহীনতার প্রতি প্রহরে বেঁচে থেকে,
তোমাকে চাই তোমাকে চাই, বলে যতোবার
নীরবে চিতকার করেছি একাকীত্বের অন্ধকার
দেয়ালে...
জলে ভেজা সেই সবটুকু ক্ষত-বিক্ষত জীবন,
তোমার চুড়ি আর টিপে পড়িয়ে দেবো,
যদি জানতে পারি কোনদিন, ভালোবেসেছিলে..

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর কবিতা।++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

ফেলুদার তোপসে বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

বিজন রয় বলেছেন: ভাল কাব্য হয়েছে।
++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

ফেলুদার তোপসে বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক ভাল লাগল। সীমাহীন মুগ্ধতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইলো আপনার মন্তব্যের জন্য

।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.