নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

হাইফেন বসানো বারান্দায় দু\'লাইন কবিতা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৪

হাইফেন বসানো বারান্দা

একসময় আলো এসে পড়ে
কথা বলতে বলতে থেমে যায় ঝাপসা দৃষ্টি
সহজ মুদ্রায় কিছু সোনালি বিভ্রম
ঝুল জমতে থাকে
জমতেই থাকে ...
এসো , হাত ধরো , বিহ্বল বাস্তব
দূরগামী বাসের হর্ন , শুনতে পাও ?
উছল ঝর্নার জলে কথাগুলি ধুয়ে মুছে যায়।
দিগন্তের কাছাকাছি ......... আয়নামহল
বুকের জানলা খুলে একটি হাইফেন - বারান্দায় বসে
থাকে কেউ ।


কয়েক লাইন

কয়েক লা ই ন নীলচে আকাশ
স্তব্ধ পকেট
ফুরিয়ে আসছে ওয়েটিং আওয়ার,
পথ
কুড়োতে কুড়োতে
ভরে নিচ্ছি হিমজলে
মেঘ,
নেক্সট চ্যাপ্টারে ঢুকে পড়ছে আশ্বিনের মলাট………

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে। শুভেচ্ছা ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

মৃদুল শ্রাবন বলেছেন: খবু সুন্দর লিখেছেন। মুগ্ধতা রেখে গেলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫

ফেলুদার তোপসে বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নেক্সট চ্যাপ্টারে ঢুকে পড়ছে আশ্বিনের মলাট


বাহ্।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

ফেলুদার তোপসে বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লিখেছেন। শুভকামনা রইল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

ফেলুদার তোপসে বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, আর শুভকামনা রেখে গেলাম।

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: খুউব ভাল…………®

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.