নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো আমি ছড়িয়ে আছি, তোমার সকাল সাঁঝে

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:২২

১।
ভিজে গেছে
বারান্দায় মেলে রাখা আটপৌরে শাড়ি,
দমকা হাওয়ায় কার্নিসে আটকে পরা চাদর
আর বেখেয়ালে হেঁটে চলা এই আমি।
আর তখনও
রাস্তার ধারে বৃষ্টি আগলে বসে
খুচরো পয়সা গুনে চলে যে ভিখিরি বুড়ি
মা
যেটুকু চেয়েছ, মুঠো ভরে সব
দিয়ে যেতে চাই,
দুপুর বা জেগে থাকা অসুখের
রাতগুলো
কতদিন কতখানি পেরোলে ভুলে
যেতে পারি সব!

ভিজে গেছে
ধুলো মাখা পথ যতদূর যায়
ভেসে বেড়ায় উষ্ণ মাটির সোদা গন্ধ
আর হঠাত্ কোনো এক প্রান্তে এই
আমি।

আর তখনও
রাস্তার ধারে জুবুথুবু বোকা
ভালবাসা কিছু পাব বলে
হাত পেতে বসে থাকি
মুঠো জল, যেটুকু চেয়েছ সবটুকু
দিয়ে দিই।

২।
বৃষ্টি নামল,
ভিজিয়ে দিয়ে গেল
বুক পকেটে রাখা বিবর্ণ চিরকুট-টা।
কথা ছিল ভাঁজে ভাঁজে
যখন কেটে কয়েক টুকরো হয়ে
যাবে
আরও কিছু টুকরো করে উড়িয়ে দেব
অচেনা কোন পাহাড়ের ওপর থেকে,
ভাসতে ভাসতে কোন টুকরো
হয়তো
ছুঁয়ে দেবে উড়ে ফেরা এক ফালি
মেঘকে।
অনেক গোপন কথা জমানো আছে,
কথা ছিল সময় করে
সব কিছু লিখে হালকা করে ফেলবো
মনের কুঠুরিগুলো আর বুক পকেট-টা;

বৃষ্টি নামল,
ভিজিয়ে দিয়ে গেল
বুক পকেটে রাখা সেই-সব ভাবনাগুলো।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬

বিজন রয় বলেছেন: সুন্দর। চমৎকার।

বুকপকেটের সব কথাগুলো!!!

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩০

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, অনেক অনেক ভাল থাকুন।

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫

প্রেতরাজ বলেছেন: ভালবাসা থাকুক বুকপকেট এ।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:০০

ফেলুদার তোপসে বলেছেন: একদম, ভালোবাসারা বুকপকেটেই ভাল থাকুক।।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:১১

আরাফআহনাফ বলেছেন: "ভিজে গেছে
ধুলো মাখা পথ যতদূর যায়
ভেসে বেড়ায় উষ্ণ মাটির সোদা গন্ধ
আর হঠাত্ কোনো এক প্রান্তে এই
আমি।"

ভালো লাগা জানবেন।

ভালো থাকুন - সবসময়।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:০১

ফেলুদার তোপসে বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৩

সুমন কর বলেছেন: দু'টোই সুন্দর হয়েছে। +।

০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৫৪

ফেলুদার তোপসে বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: বৃষ্টি নামল,
ভিজিয়ে দিয়ে গেল
বুক পকেটে রাখা সেই-সব ভাবনাগুলো।
অসাধারণ লাগল।
পুরো কবিতায় মুগ্ধতা।

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে, অনেক অনেক ভালো থাকুন।।

৬| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লাগলো ভেজা ভাবনাগুলো।
ভাল থাকবেন

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৬

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, ভালো থাকুন, আর ভালো রাখুন সবাইকে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.