নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

ভারত-বাংলাদেশ এশিয়া কাপ ম্যাচের পরিসংখ্যান, বুঝবেন বাংলাদেশের কী হাল!

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯

আর খানিকক্ষণ পরেই শুরু হয়ে যাবে এশিয়া কাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। তাই ম্যাচের আগে জেনে নিন এমন ৫ টা তথ্য, যেগুলো জেনে আপনার খেলা দেখতে সুবিধা হবে। পাশাপাশি, এই তথ্য-পরিসংখ্যানগুলো থেকে বোঝার চেষ্টা করুন, আজ বাংলাদেশের জেতার সম্ভাবনা কতটা।

১) এশিয়া কাপে আজ পর্যন্ত ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছে মোট ১০ বার। এই ১০ টা ম্যাচে ভারত জিতেছে ৯ টায়। আর একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ!

২) এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচ মাত্র একবারই খেলা হয়েছে ভারতের মাঠে। ১৯৯০ সালের সেই ম্যাচে ভারত জিতেছিল ৯ উইকেটে। তাতে সেঞ্চুরি করেছিলেন নভজোত্‍ সিং সিধু।

৩) এই ১০ টা ম্যাচে প্রত্যেকবারই রান যারা তাড়া করেছে, তারাই জিতেছে!

৪) এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রথম চার ম্যাচেই ভারত জিতেছিল একই ব্যবধানে। ৯ উইকেটে!

৫) এশিয়া কাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ একবারই হয়েছিল শারজাতে। সেটা ছিল ১৯৯৫ সাল। সে ম্যাচেও ভারত জেতে ৯ উইকেটে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯

বিজন রয় বলেছেন: ওসব ইতিহাস বাদ দিন।

২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯

বিজন রয় বলেছেন: দিন বদলেছে।

৩| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৯

বিজন রয় বলেছেন: এখন আমরা জিততে জানি।

৪| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০০

বিজন রয় বলেছেন: ভারতকে তাই ভয়ের কিছুই নাই।

৫| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০১

বিজন রয় বলেছেন: তাই আজ জয় ছাড়া কিছুই ভাবছি না।

জয় টাইগারসসসসসসস।

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫১

ফেলুদার তোপসে বলেছেন: শুভেচ্ছা রইলো।

৬| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭

নতুন বলেছেন: পরিসংখ্যান অনেক কিছুই বলে.. কিন্তু আজ আমরা জিততে চাই। আশা করি আমরা জয়ী হব।

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫২

ফেলুদার তোপসে বলেছেন: আন্তরিক শুভেচ্ছা রইলো।।

৭| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৬

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: আজকের দিনটা নতুন একটা দিন। ইতিহাস সব নয়, তাহলে শ্রীলংকা কখনো বিশ্বকাপ জিতত না।

৮| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫

শরাফত বলেছেন: এসব ক্যালকুলেশন পুরাই ফালতু ।
ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে ।

আর আপনার লেখায় সম্পুর্ন ভারতীয় সমার্থন পাওয়া গেল, আপনি কি ইন্ডিয়ান?

৯| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬

মহা সমন্বয় বলেছেন: স্বপ্নপূরণের ফাইনাল আজ :D

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৮

ফেলুদার তোপসে বলেছেন: পূরন করুন আপনার স্বপ্ন।।

১০| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৪

মহা সমন্বয় বলেছেন: ক্রিকেট সে তো জীবনেরই প্রতিচ্ছবি- কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো উল্লাসে মাতায়, কখনো হতাশায় ডুবায়।
আজকে যেন সেই ২০১২ সালের পুনরাবৃত্তি হল :( :'(

view this link


view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.