নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

আমি তোমার হারিয়ে যাওয়া কলেজ বন্ধুর না দেওয়া চিঠির উত্তর

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯


আমি তোমার হারিয়ে যাওয়া
কলেজ বন্ধুর
না দেওয়া চিঠির উত্তর,

চেনা বৃষ্টির গন্ধ,
বিকেলবেলার মনখারাপ;

আমি তোমার
ঠোঁটের কোনার অভিমান,
দুরপাল্লার কোনো ট্রেনের
মন কেমনকরা হুইসেল,
আমি না বলা একটা গল্প;

আমি দেওয়ালে অবহেলায়
লিখেরাখা
ঝাপসা একটা ফোন নম্বর,

তোমার ছেলেবেলার আঁকার খাতার
হাবিজাবি;

আমি দুরের কোনো গ্রামের
মেঠোপথে হারিয়ে যাওয়া
একটা বাউল সুর,
পথভোলা কোনো পথিকের
ক্লান্তি;

আমি তোমার প্রথম প্রেমের মত
ঝড়,
আমি একটা গভীরে লুকোনো
কষ্ট………

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৩

বিজন রয় বলেছেন: এটা কি কোন গান? সুন্দর গান হতে পারে।

ভাল লেগেছে খুব।
+++

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


নামেই কাম হয়ে গেছে!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৬

ফেলুদার তোপসে বলেছেন: :)

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫২

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে

০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:১৮

ফেলুদার তোপসে বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮

শায়মা বলেছেন: আসলেই গান গান হয়েছে। অনেক সুন্দর হয়েছে ভাইয়া।:)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:২০

ফেলুদার তোপসে বলেছেন: :) :)

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

রানার ব্লগ বলেছেন: সুর ছন্দে চমৎকার !!!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:২০

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৬| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ। আপনার অধিকাংশ লেখাই চমৎকার।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:২২

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.