নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

মেয়েটা দু\'ই শহরে

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৭


সেই মেয়েটা দুই শহরে প্রেম করে,
হয়ত রাখে আর কাউকে মনঘরে,
ডুবিয়ে রাখে মজিয়ে রাখে পুরুষদল
আমরা কজন সেই মেয়েটার বন্ধু হই।

পিঠ ফিরলে হাসি তুলি ঠোঁট টিপে,
চরিত্রটা খুঁটে খুঁটে রস চুষি,
তারপর ফের সন্ধ্যা হলে আড্ডা দিই,
তখন খুব বন্ধু আবার রঙ মেখে।

রঙের কথা ফাল্গুনে আর বলবনা,
বসন্তের স্বভাব তো আর মন্দ না,
জানি তোমার শহর খুব ম্যাড়মেড়ে,
সেই মেয়েটার মনের মত জ্যান্ত না।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭

আলোরিকা বলেছেন: চমৎকার সম সাময়িক ছন্দময় কাব্য ! :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৬

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।।

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০০

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: দারুণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.