নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

মাফ করবেন তসলিমা

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫১

১।।
মাফ করবেন তস্‌লিমা

পুরুষ মানেই দাড়ি
পুরুষ মানেই.... সন্ধ্যা সকাল বড্ড তাড়াতাড়ি।
পুরুষ মানেই ভোর
পুরুষ মানেই হৃদয় উজাড়, শূন্য বাহুডোর।
পুরুষ মানেই আকাশ কুসুম
পুরুষ মানেই ঝড়
পুরুষ মানেই পালাই পালাই
ধর ধর ধর ধর।
পুরুষ মানেই বিষম মুঠি
পুরুষ মানেই কালি
পুরুষ মানেই বিলাসিতা
স্বপ্নগুলো বলি।
পুরুষ মানেই কল্পনাতে
ভাঙা গড়া ঘর
পুরুষ মানেই বিষম পাজি
পুরুষ মানেই পর।
পুরুষ মানেই যন্ত্রণাতে
উথাল পাথাল নদী
পুরুষ মানেই হাল ভাঙা নাও
ধরতে পারি যদি।
পুরুষ মানেই দাড়ি
পুরুষ মানেই সন্ধ্যা সকাল
বড্ড তাড়াতাড়ি.....
সখা....পুরুষ মানেই দাড়ি
পুরুষ মানে সব সময়...ই
ছিন্নভিন্ন নারী?

২।।
রাতভোর বৃস্টি

কাল রাতভোর বৃস্টি হয়েছে
কিছু কাদা মাখামাখি শরীর ক্রন্দন রত
কাল রাতে কিছু লোক তুলে নিয়ে গেছে
পাশের বাড়ির মেয়েটা।
বৃদ্ধ বাবা মাথায় হাত রেখে বিলাপে বাস্ত
করুনাময়ী মা পুলিশের করুনা ভীক্ষা প্রাথী তখন
জটলা মাঝে কিছু গুঞ্জন
এক চিলতে জমির জন্য হতে হল ধর্ষিতা
সমাজ মুখ ফিরিয়ে।
কাল রাতভোর বৃস্টি হয়েছে
লাল জামা, পতাকা ভিজেছে,
ভেজেনি শ্বাপদের মন
নিঃস্পাপ মেয়েটি বুঝলনা
এক-ফালি জমি নিয়ে নিল তার সমস্ত খানি
ভূমিহারা হয়েও সে সর্ব হারা।

কাল রাতভোর বৃস্টি হয়েছে
মা-মাটি হয়েছে ধর্ষিতা
আজ এক নতুন প্রভাত,নতুন সূর্য
সেই মেয়েটির চোখে আজ তাই চোখের জল
প্রার্থনা তার,
বিচারের বাণী যেন আর কাঁদে না নিভৃতে
বৃস্টি আসুক আরো শ্বাপদের মন ধুতে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:





পুরুষ মানেই দাড়ি
পুরুষ মানেই.... সন্ধ্যা সকাল বড্ড তাড়াতাড়ি।
পুরুষ মানেই ভোর
পুরুষ মানেই হৃদয় উজাড়, শূন্য বাহুডোর।
পুরুষ মানেই আকাশ কুসুম
পুরুষ মানেই ঝড়
পুরুষ মানেই পালাই পালাই
ধর ধর ধর ধর।
পুরুষ মানেই বিষম মুঠি
পুরুষ মানেই কালি
পুরুষ মানেই বিলাসিতা
স্বপ্নগুলো বলি।
পুরুষ মানেই কল্পনাতে
ভাঙা গড়া ঘর
পুরুষ মানেই বিষম পাজি
পুরুষ মানেই পর।
পুরুষ মানেই যন্ত্রণাতে
উথাল পাথাল নদী
পুরুষ মানেই হাল ভাঙা নাও
ধরতে পারি যদি।
পুরুষ মানেই দাড়ি
পুরুষ মানেই সন্ধ্যা সকাল
বড্ড তাড়াতাড়ি.....
সখা....পুরুষ মানেই দাড়ি
পুরুষ মানে সব সময়...ই
ছিন্নভিন্ন নারী?



-------------চমৎকার ছন্দ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভালো।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ এক নতুন প্রভাত,নতুন সূর্য
সেই মেয়েটির চোখে আজ তাই চোখের জল
প্রার্থনা তার,
বিচারের বাণী যেন আর কাঁদে না নিভৃতে
বৃস্টি আসুক আরো শ্বাপদের মন ধুতে।

সুন্দর প্রার্থনা।++++++++++++++

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

সায়ন্তন রফিক বলেছেন: 'পুরুষ মানেই বিষম পাজি
পুরুষ মানেই পর।' - তাই কি? ' মাফ করবেন তসলিমা ' নামের মর্ম বুঝিনি।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২

শ্রাবণধারা বলেছেন: " পুরুষ মানেই দাড়ি " হে হে হে । প্রথম লাইনটা পড়েই অনেক মজা পেলাম । তো কবিতাটা আপনার লেখা না কি তচলিমার?
দাড়ি বলতে কি তচলিমা অন্য কিছু মিন করেছেন ??? হে হে হে :)

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

বিজন রয় বলেছেন: কোন তাসলিমা।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছড়া ভালো হয়েছে। তবে ছড়াটির শিরোনামে তসলিমা নামটি এলো কেন বুঝলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.