নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

সেই মেয়েটা

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৫

সেই মেয়েটা লজ্জা জানে আলতা মেখে
রোজনামচার পকেট ঘাঁটে কোলবালিশে
মাঝপুকুরে সাঁতড়ে খোঁজে জলপালকের
দু এক ফোটা সকাল ছেটায় ঘাসের শীষে।।

সেই মেয়েটা বাজারঘাটে সস্তা কেনে
চোখ পাকিয়ে ঝগড়া করে খবর পাতায়
অফিস পাড়ায় বাসের নামে চশমা আঁটে
ওড়না গুজে সুর তোলে রোজ খুন্তী হাতায়।

সেই মেয়েটা তিন চুমুকে ঠোঁটের নিচে
রস ঢেলে নেয় কাজল চোখের নীলশরীরে
শাড়ীর ফাঁকে আচড় কাটে দাঁতের বিষে
আনমনে চুল কান ঢেকে নেয় নষ্টনীড়ে।।

সেই মেয়েটা দূরজাহাজের পাল পলকে
ছাই হয়ে যায় অক্টোপাসের ভীষণ পেটে
ঘুম জড়িয়ে জাপটে ধরে পেছন পাড়া
যানজটে রোজ হাঁতড়ে বেড়ায় নকল গেটে।।

সেই মেয়েটার দুর্গা হতে অনেক দেরী
ত্রিশূলকে দাও চারটে জওয়ান তিনটে আকাশ
সময় যখন কাশফুলে আজ নরম কাঁদে
দুপুর হতেই হাতের কোনে লালরঙা তাস।।

সেই মেয়েটা তোমার আমার রাজপ্রাসাদে
একটু ছুঁয়ে একটু বুঝে একটু জেনে
চারবেলা ওই রুপকাহিনীর পার্শ্বরেখায়
গা ভাসিয়ে চাঁদ হয়ে যায় অন্তহীনে।।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৪

রিপি বলেছেন:

ভালো লেগেছে।

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৯

রাজসোহান বলেছেন: সেই মেয়েটা রাত বিরাতে ফেলুদার কবিতায় আসে :P

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.