নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

চুপকথারা

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:১১

নদীরে তুই এমন জোরে আপন বেগে
নামিস নারে
যার মনে তোর নাম লিখা নেই ,

তার বুকে তুই ভাসিস নারে ...

নদীরে তুই এমন জোরে

নাম ধরে আর ডাকিস নারে..

আকাশ রে তুই এমন ভাবে

ব্যাকুল হয়ে থাকিস নারে,

তোর বুকে যে আগুন জ্বলে,

কেন যে তুই বলিস নারে ...

আকাশ রে তুই এমন ভাবে

মুসলধারে কাঁদিস নারে ,

পাহাড় রে তুই পাথর বুকে

স্তব্ধ হয়ে দাঁড়াস নারে,

যার মনে তোর যন্ত্রণা নেই

তার দিকে তুই হারাস নারে ....

তোর বুকে যে নাম লিখে যায়

তাকে যেন ভুলিস নারে ,

পাহাড় রে তুই আমার মত
কাঁদতে কেন পারিস নারে ???

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:৩৩

হাফিজ বিন শামসী বলেছেন: পাহাড় তো অনবরতই কাঁদছে দাদা। তবে অন্য কারো মত করে নয়।

ভাললাগা রইল কবিতায়।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.