নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

আমাকে একটু নিশ্চিন্তে ঘুমাতে দে

১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩০

দিব্য আছি এখন

অমৃত আর বিষের পাত্র রাখা,
বেছে নিতে হবে আমায়…
একটা আমার আর একটা তোর জন্য।
বড় দোটানায় পড়েছি...
বিষের পাত্রটা তুলে নিতেই পারি,
কিন্তু অমৃত যে বিষবৎ হবে তোর কাছে।

তোকে শাস্তি দেব কি করে?
নিয়ম ভেঙে দুটোই গলায় ঢেলে দিলাম।
প্লাস মাইনাসে মাইনাস…
দিব্য আছি এখন।
তুই ও দিব্য আছিস ।।



আমাকে একটু নিশ্চিন্তে ঘুমাতে দে

নাই বা শব্দ করলি আর
কয়েকদিন ধরেই তুই আবারও আমার স্বপ্নে হেটে বেড়াচ্ছিস,
মন খারাপ এর রাতে নিস্তব্ধতা কে চুরমার করছে তোর পায়ের শব্দ।
লীন হওয়া তোর অস্থি-মজ্জা এখন ও কিছু বলতে চায়!
কাক ডাকা ভোরটা তুই আমার জন্য ছেড়ে দে ।

সেদিন ও ঠিক এমন ভাবেই এসেছিলি বিদায় নেওয়ার আগে।
নাই বা শব্দ করলি আর –আমাকে একটু নিশ্চিন্তে ঘুমাতে দে ।।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৬

ক্লে ডল বলেছেন: মুগ্ধ হলাম!! চমৎকার লিখেছেন!

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

ফেলুদার তোপসে বলেছেন: উনেক অনেক ধন্যবাদ।।

২| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৬

মেহেদী রবিন বলেছেন: সুন্দর লিখেছেন, ভালো লাগা

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।

৩| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১০

সামিয়া বলেছেন: নাই বা শব্দ করলি আর –আমাকে একটু নিশ্চিন্তে ঘুমাতে দে ।।
অসাধারন!!! অসাধারন!!!!

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।

৪| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৩

অনুকথা বলেছেন: মুগ্ধ !! চমৎকার লিখেছেন! :)

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৯

ফেলুদার তোপসে বলেছেন: নেক অনেক ধন্যবাদ ।।

৫| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

সাহসী সন্তান বলেছেন: সাম্প্রতিক মন্তব্যে শিরোনামটা দেখে ভাল লাগছিল বলে দেখতে আসলাম! সত্যিই খুব চমৎকার একটা কবিতা! এত এত ভাল লেগেছে যে, সেটা আসলে ভাষায় বোঝানো যাবে না! কবিতার মধ্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই অসাধারণ!

সব থেকে অবাক হয়েছি, এত চমৎকার একটা কবিতার পাঠক সংখ্যা দেখে! অবশ্য আমি নিজেও তার বাইরে নই! কিন্তু তারপরেও খারাপ লাগে এতসুন্দর কবিতা পড়া থেকে পাঠকরা বঞ্চিত হয়ে গেল! এর জন্য কিন্তু লেখককে নয়, বরং পাঠককে আফসোস করা উচিত!

যাহোক, কবিতার মধ্যে দুইটা টাইপো চোখে পড়লো- ধেলে < ঢেলে এবং লীন শব্দটাকে চেঞ্জ করে যদি বিলীন লেখা হতো, তাহলে বোধ হয় আরো ভাল হতো!

শুভ কামনা জানবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.