নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি, আজও দুপুরে ভালো থাকুক সেই জন

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩

ভাঙা ইটের টুকরোর পোড়া দাগের ঘর
এক্কাদোক্কা খেলা বাড়ির উঠানে ।
কাল রাতে রঙিন কাগজ কেটে
তোর পায়ের নূপুর বানিয়েছি ,
তোর এক পায়ে লাফানো
সুযোগ বুঝে ছিঁড়ে ফেলি
এই নে !

দু হাত শূন্য কাগজের টুকরোরা রঙিন।
মুছে যায় এক্কাদোক্কার ঘর ,
উঠোন জুড়ে ব্যাঙের ছাতার উচিয়ে ওঠা মাথা
হাতের শূন্যে শূন্য ঘোরে
মুঠোয় বন্ধ ছেলেবেলা।

জানিস তো -
এখনো দুপুর কাটে
স্তরের উপর স্তর; সময়ের
ঠিক ঠাক মাপের নয়
তবুও খুঁজি ঘর গুলি।
নূপুর পরাই উঠোনের শেষে
প্রতিদিন রাগ করে এক পাশ মুখে দাড়াতিস যেখানে।

" কাল একটা ঘর বানিয়ে দিবি ? তবেই কথা
নইলে আড়ি; ওই শেষ বকটি আমার। "

এক ঝাঁক পানকৌড়ি পঁচা শামুক ঠোঁটে
অন্ধকার নামিয়ে শেষে আলটুকু নিয়ে যায় ।
" নইলে যে কাল ভোর হবে অন্ধকার ।
হারিয়ে যাবো আমারাও ! "

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭

আলোরিকা বলেছেন: নস্টালজিক ! +++++

০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩০

ফেলুদার তোপসে বলেছেন: প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ।।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর হইছে লেখাটি,, ভালো লাগলো...
++
শুভ কামনা জানবেন.,,,

০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩০

ফেলুদার তোপসে বলেছেন: মন্তব্যের জন্য জন্য অনেক অনেক ধন্যবাদ।। ভালো থাকবেন।।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২২

মোস্তফা সোহেল বলেছেন: বেশ সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.