নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেলুদার তোপসে

দিনরাত সাদা-কালো জীবনের মধ্যে এক্কাদোক্কা খেলতে খেলতে হারিয়ে যাই অচেনা দুপুরের কোলে। বাকি থেকে যায় কিছু মরচে পড়া নিঃশ্বাস, কয়েকটা পোড়া স্বপ্ন আর কিছু ব্যক্তিগত উন্নাসিকতা। রাত আসে, শহর ঘুমিয়ে পড়ে... আর মন পড়ে থাকে কোনও একলা ছাদের অন্ধকারে। এভাবেই চলছে জীবন... এভাবেই মাঝে মাঝে ভিড় করে আসে রাত জাগানো শব্দেরা। ইচ্ছে, কবিতা, প্রেম, রাস্তা, অন্ধকার... আমি।

ফেলুদার তোপসে › বিস্তারিত পোস্টঃ

গল্প

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮


সবারই বোধহয় নিভৃত কোনো গল্প থাকে,
ওই লোকটারও কি ছিলনা?
ও কি তার স্ত্রী, সন্তান, বন্ধু বা সহকর্মিদের
সে গল্পের ভাগ দিয়ে গেছে?
রাস্তা পেরুবার সময় লোকটা কি
কিছু ভাবছিল?
কি নিয়ে ভাবছিল ও!
কোনোদিন কি কেউ তা জানতে পারবে?
পুলিশ, সাংবাদিক, ফরেন্সিক বিশেষজ্ঞ কিংবা মনোবিদ?

মানুষ তার জমি, বাড়ি, বাগান রেখে যায়, কিন্তু
গল্পের কতখানি?







মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

ফেলুদার তোপসে বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

করুণাধারা বলেছেন: অতি চমৎকার লিখেছেন, দারুন!

সবসময় আপনার গল্প পড়েছি- কবিতা কি এই ব্লগে আগে লিখেছেন? লিখতে থাকুন কবিতা।

৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৬

ফেলুদার তোপসে বলেছেন: এতো সুন্দর মন্তব্যে সত্যি প্রীত হলাম। ভালো থাকবেন। শুভ কামনা রইল। কবিতা একটা দুটো লিখেছি বৈকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.