নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সত্য এবং শান্তি প্রতিষ্ঠা করতে চাই শান্তির পথে ।

নির্ভীক গণমানবের কণ্ঠ

আমি যেটা ঠিক মনে করি , সেটার জন্য সব হারাতেও দ্বিধা করি না ।

নির্ভীক গণমানবের কণ্ঠ › বিস্তারিত পোস্টঃ

ছ্যাঁকা প্রতিরোধক গবেষণা

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৮

নগেন ঃ দোস্ত তুই আজ এত খুশি কেন ?

ছগেন ঃ দোস্ত আমি পাশের বাসার মেয়েটার প্রেমে পড়ে গেছি ......!!!!



এই প্রেমে পড়া নিয়েই যত গোলমাল । সেই ক্লাস নাইন থেকে পদার্থ বিজ্ঞানের অভিকর্ষজ ত্বরণ বিষয়ে একটা জিনিস পড়ে আসছি g এর মান কোথায় কম, কোথায় বেশি , কোথায় ০ । এই g এর জন্যই কোন বস্তুকে পৃথিবীর বাইরে যেতে গেলে মুক্তিবেগে বায়ুমণ্ডল থেকে বের হতে হয় । সব গ্রহেরই মুক্তিবেগ আছে শুধু মাত্র ব্ল্যাকহোল ছাড়া । এই g এর মানের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে । মাটি থেকে উপরে যেতে থাকলে বাড়তে থাকে , ভর বেশি হলে ওজন বেশি হবে ইত্যাদি ।



কিন্তু আমার মনে হয় পৃথিবীতে এবং যে কোন গ্রহেই প্রেমের g এর মান সব থেকে বেশি । এর কোন মুক্তিবেগ নেই বললেই চলে কারন সবাই বলে প্রথম প্রেম ভোলা যায় না । অনেকে আবার দ্বিতীয় , তৃতীয় , চতুর্থ প্রেম অ ভুলতে পারে না । আর কেউ কেউ ছ্যাঁকা নামক রকেটে করে পাড়ি দিতে বাধ্য হলেও তার রকেট এক সময় ভূপাতিত হয় । যেমন মানুষ ই হোক না কেন , যত ওজন ই হোক না কেন প্রেমে পড়লে কেউ আর বের হতে পারে না । আর সবাই হটাত করেই প্রেমে পড়ে । একটা দাড়িয়ে থাকা মানুষ , বসে থাকা মানুষ , সুয়ে থাকা মানুষ যে কেউ প্রেমে পড়তে পারে । অনেকে আবার নিজের অজান্তেই হারিয়ে যায় প্রেমে । এর আকর্ষণ এতটাই প্রবল যে টের পাবার আগেই কাজ শেষ । কেউ আবার প্রথম দেখাতেই প্রেমে পড়ে । তাই আমার মতে পৃথিবীতে g এর মান সব থেকে বেশি প্রেমে ।সাধারণত দূরত্ব বাড়লে g এর মান কমে । কিন্তু প্রেমের ক্ষেত্রে বাতিক্রম । দূরত্ব বাড়লে এর মান কখন বেড়ে যায় ।



একবার আমরা যদি প্রেমের g এর মানটা বের করতে পারতাম তাহলে হয়ত অনেককেই ছ্যাঁকা খাবার হাত থেকে বাঁচান যেত তাঁদের ছেড়ে দেবার গতির মান ঠিক করে । এখন শুধু এটা জানার ইচ্ছা প্রেমের g এর মান কত ???

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭

উদদিন বলেছেন: জবাব আপনি নিজেই দিয়ে দিয়েছেন , "হারিয়ে যাওয়া" !

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৬

নির্ভীক গণমানবের কণ্ঠ বলেছেন: ভাই , ব্ল্যাকহোলের একটা ত্বরণের মান তো আছে , ওটা বের করতে হবে ভাই

২| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩১

তুষার মানব বলেছেন: গবেষণার বিষয় 8-| 8-|

৩| ৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৭

নীরবপাঠক বলেছেন: এর আকর্ষণ এতটাই প্রবল যে টের পাবার আগেই কাজ শেষ

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৫

নির্ভীক গণমানবের কণ্ঠ বলেছেন: একদম ঠিক কথা বলেছেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.