নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইলুসন! কোন লেখা শেয়ার করলে দয়া করে আমার আইডি উল্লেখপূর্বক শেয়ার করবেন।

ইলুসন

Sometimes people dont want to hear the truth because they dont want their illusions destroyed. Friedrich Nietzsche

ইলুসন › বিস্তারিত পোস্টঃ

সাবাশ বাঙালি! কোপাইয়া দে!

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

দেশ নিয়ে গর্ব করার সুযোগ খুব কমই পাই, তাই মাঝে মাঝে যখন দেশের ভাল কিছু দেখি আনন্দে পাগল হয়ে যেতে ইচ্ছে করে। কিছুদিন আগে তেমনই একটি সাধারণ ঘটনায় এত আনন্দ পেয়েছি যে তা আপনাদের সাথে ভাগাভাগি করার লোভ সামলাতে পারছি না।







ঢাকা ভারসিটি এলাকায় চানখাঁরপুল জায়গাটা বিখ্যাত খাবারের দোকানের জন্য। আমরা সবাই মোটামুটি ওখানটায় সময় পেলেই খেতে যাই। একদিন রাতে ইচ্ছে হল যে আজকে হলে খাবনা, বাইরে খাব, হলের খাবার পেট দিয়ে আর নামছে না। আমাদের বন্ধুদের মাঝে কারো এমন অবস্থা হলে খুবই মজার একটা ব্যাপার হয়। কেউ একজন যদি ফোন করে বলে যে দোস্ত চল বাইরে খাব, ব্যাস এক পায়ে খাড়া, ১০ মিনিটের মাঝে রেডি হয়ে দৌড়! কিন্তু ওইদিন আমার কপাল খারাপ, যাকেই ফোন করি কেউ হলে নাই, সবাই কোন না কোন কারণে হলের বাইরে। কি আর করা! অগত্যা আমি একা একাই বের হলাম। যত মজার খাবারই হোক না কেন একা একা খেতে ভাল লাগে না। বন্ধুদের সাথে কাড়াকাড়ি করে খাবার মাঝে অন্যরকম একটা মজা আছে। সেই নিরানন্দ খাবারের পর ফেরার পথে একটা চা বিড়ি সিগারেটের দোকানের সামনে দাঁড়ালাম। আমি চেইন স্মোকার না, মাঝে মাঝে দুই একটা টানি আর কি! প্রচণ্ড ঠান্ডা বাতাসের মাঝে দোকানে দাঁড়িয়ে অনভ্যস্ত হাতে সিগারেট ধরানোর জন্য কসরত করছি। পাশে দেখলাম এক লোক এসে দাড়িয়েছে, উচ্চতা আর চেহারা দেখে বাঙালি না বিহারী নাকি অন্য কোন দেশ থেকে এসেছে বুঝলাম না। উনি মশলা দিয়ে পান খেতে চাইলেন কিন্তু কথাগুলো বললেন উর্দুতে। পুরান ঢাকাতে উর্দু বলাটা তেমন কিছু না, মাঝে মাঝেই শুনতে হয়, হিন্দি চ্যানেল গুলোর কল্যাণে প্রায় সবাই এখন এই ভাষাটাও বুঝে। কিন্তু আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে দোকানের পিচ্চিটা বলল, ডু ইউ স্পিক ইংলিশ? আমি লোকটার দিয়ে তাকিয়ে দেখলাম সে পুরো হতভম্ব হয়ে গেছে আর ইংরেজিতে কি চাইছে তা বুঝানোর চেষ্টা করছে। লোকটা হয়ত ইংরেজি ভাল করে জানে না, উর্দুতেই সে ভাল পারদর্শী। পিচ্চিটা হয়ত একটু বেশি ভাব নিয়ে ফেলেছিল, কিন্তু আমার অনেক ভাল লাগল এই ভেবে যে এখনও আমাদের দেশের কিছু মানুষের মেরুদণ্ড শক্ত আছে। তারা বিদেশি কাউকে দেখলেই গদগদ হয়ে স্যার স্যার শুরু করে না।











আমার খুব কাছের এক বন্ধু একদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে, তাকে বড় করতে দেশের যে টাকা খরচ হয়েছে দরকার হলে সে রেমিটেন্স পাঠিয়ে সেটা শোধ করে দিবে! খুব অবাক হয়েছিলাম তার স্ট্যাটাস পড়ে। অবশ্য একজন তার জবাব দিয়েছে যে, তুমি কি তোমার মায়ের দুধের দামও বিদেশ থেকে টাকা পাঠিয়ে শোধ করে দিবে? কয়েক বছর আগে আমি আমার এক ক্লাসমেটকে অপমান করে আমার ফেসবুক থেকে রিমুভ দিয়েছিলাম বাংলাদেশ নিয়ে বাজে স্ট্যাটাস দেয়ার জন্য। আমাদের মাঝে অনেকেই আছে যারা বিদেশে পাড়ি জমায় একটু ভাল থাকার আশায়। কিন্তু কখনই যাতে আমরা আমাদের এই দেশকে না ভুলি। হয়ত আমারো যেতে হতে পারে, কিন্তু আমি সব সময় চাইব এই দেশে থাকতে, এই দেশে ফিরে আসতে, চির নিদ্রায় এই দেশেই শায়িত হতে।







এই দেশ গরীব, এই দেশ আমার মেধার মূল্যায়ন করতে পারছে না- আমাকে চাকরি দিতে পারছে না, ভাল বেতন দিতে পারছে না, এই দেশের সরকারগুলো চরম দুর্নীতিবাজ- সবই মেনে নিলাম। কিন্তু গরীব বলে, ছোট বেলায় আমার সব চাহিদা ঠিকমত পূরণ করতে পারেনি বলে কি নিজের মা-বাবাকে ভুলে থাকা যায়? অপমান করা যায়? তাহলে দেশকে কিভাবে অপমান করবেন?

মন্তব্য ৫৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

সকল বলেছেন: (y)

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

পথহারা সৈকত বলেছেন: :D :D :D

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ইলুসন বলেছেন: পোলার সাহস দেইখা হাসেন? :P :P :P

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

মো কবির বলেছেন: খুব ভাল বলেছেন ভাই।

আপনার মতো দেশ প্রেমিককেই আমি খুঁজছি।

আপনাকে, আমার পেজ একটু পড়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি

গ্রুপ পেজ

লাইক পেজ

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

s r jony বলেছেন:
ভাল বলেছেন ভাই

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

লিঙ্কনহুসাইন বলেছেন: খুব ভাল বলেছেন ভাই।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: ইলুসন তোমার দেশ প্রেমের জন্য কবিতা


দেশ মাতাকে ভালবেসে
যাদের হৃদয় জুড়ায়
ধন্য তাদের জন্ম সখা
আসুক পুন্য নেমে বাংলায়

তাই যদি হয় প্রতিটি নাগরিকের
জাগরনে চেতনার ফসল
ধন্য হবে জন্ম সার্থক
বাড়বে বীর বাঙ্গালীর বুকে বল ।

ধন্য ধন্য সেই যে অতি
যে দেশকে ভাল বেসে
মাতৃভূমির মুক্তি আনে
জীবন দিয়ে হেসে ।

দূর হোক চামুণ্ডারা
যারা দেশের করে ক্ষতি
দেশ প্রেম ঈমানের অংশ
আনে জাতীর মুক্তি

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই। কবিতাটি পড়ে অনেক ভাল লাগল।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

অচিন.... বলেছেন: darun

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

দায়িত্ববান নাগরিক বলেছেন: অনেক ভালো বলেছেন। +++++++

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

মো কবির বলেছেন: @পরিবেশ বন্ধু , দারুন কবিতা । আরো চাই আরো চাই।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

দি সুফি বলেছেন: ভালো লিখেছেন। পোষ্টে ++++

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

অজানাবন্ধু বলেছেন: ধন্যবাদ ভাইজান। অনেক অনেক .........ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ইলুসন বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: +++

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: +++

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

নেংটি ইদুর বলেছেন: একটা প্লাস দিয়ে সাধ মিটলনা।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই। কষ্ট করে পড়েছেন সেটাই অনেক কিছু।

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

আমিনুর রহমান বলেছেন: +++

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

হাসান মাহবুব বলেছেন: সেটাই। কথাগুলোর প্রতিধ্বনি করলাম।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

নেক্সাস বলেছেন: এই দেশ গরীব, এই দেশ আমার মেধার মূল্যায়ন করতে পারছে না- আমাকে চাকরি দিতে পারছে না, ভাল বেতন দিতে পারছে না, এই দেশের সরকারগুলো চরম দুর্নীতিবাজ- সবই মেনে নিলাম। কিন্তু গরীব বলে, ছোট বেলায় আমার সব চাহিদা ঠিকমত পূরণ করতে পারেনি বলে কি নিজের মা-বাবাকে ভুলে থাকা যায়? অপমান করা যায়? তাহলে দেশকে কিভাবে অপমান করবেন




স্যালুট দিস পান দোকানি বালক।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন:

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ইলুসন বলেছেন: ওকে ধইন্যা লন। B-)

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার অনেক ভাল লাগল এই ভেবে যে এখনও আমাদের দেশের কিছু মানুষের মেরুদণ্ড শক্ত আছে। তারা বিদেশি কাউকে দেখলেই গদগদ হয়ে স্যার স্যার শুরু করে না। ...

++

পানদোকানীকে স্যলুট।

আর ফেবুর রেমিটেন্সে মূল্য শোধকারী ঐ কুলাঙ্গাররে গদাম X(


@লেখক: আপ্নেরে ধইন্যা :)

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

ইলুসন বলেছেন: আপনাকেও ধন্যবাদ। :)

২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

নাজিম-উদ-দৌলা বলেছেন: পোস্টের প্রথমদিকে ভাবছিলাম চানখাঁরপুলের খাবারের প্রশংসা করে পোস্ট দিয়েছেন। রাতে চানখাঁরপুল গিয়ে খাবার অভিজ্ঞতা অনেক আছে আমারও। হলের ছেলে পিলে মিলে দল বেধে গিয়ে খাওয়ার মজাই আলাদা। আমরা শুধু চানখাঁরপুল না, নীলক্ষেতের বিরানির দোকানগুলোতে আর মামা হোটেলে ঢু মেরেছি কতবার তার ইয়ত্তা নেই! বিশ্ববিদ্যালয় জীবন প্রায় শেষ হয়ে আসছে ভাবতেই কষ্ট লাগে!

তবে পোস্টের মাঝা মাঝি এসে দেখলাম ঘটনা ভিন্ন! পিচ্চি পোলাটারে একটা স্যালুট দিতে ইচ্ছে করছে!

শেষের দিকের কথাগুলোর সাথে আমি একমত। গরীব বলে, ছোট বেলায় আমার সব চাহিদা ঠিকমত পূরণ করতে পারেনি বলে কি নিজের মা-বাবাকে ভুলে থাকা যায়? অপমান করা যায়? তাহলে দেশকে কিভাবে অপমান করবেন?

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

২১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

মুনতা বলেছেন: গুড। দ্যাট শুড বি দ্যা স্পিরিট।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

ইলুসন বলেছেন: ধন্যবাদ।

২২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০

মিত্রাক্ষর বলেছেন: ভাল্লাগসে :)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

ইলুসন বলেছেন: ধন্যবাদ। :)

২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

ছোট নদী বলেছেন: +++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

ইলুসন বলেছেন: ধন্যবাদ।

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

তুহিন সরকার বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও গুগল ডুডল সম্পর্কে প্রচারণা চালাতে নিচের লিংকে ক্লিক করুন।
Click This Link

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই। এখনি পাঠাচ্ছি।

২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

ত্রিভুবন বলেছেন: সহমত।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

ইলুসন বলেছেন: ধন্যবাদ।

২৬| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটিতে বাস্তবতা ফুটে উঠেছে

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪

ইলুসন বলেছেন: ধন্যবাদ।

২৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

এম হুসাইন বলেছেন: ষোড়শ তম ভাললাগা।



সাবাশ বাঙালি! কোপাইয়া দে!

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.