নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইলুসন! কোন লেখা শেয়ার করলে দয়া করে আমার আইডি উল্লেখপূর্বক শেয়ার করবেন।

ইলুসন

Sometimes people dont want to hear the truth because they dont want their illusions destroyed. Friedrich Nietzsche

ইলুসন › বিস্তারিত পোস্টঃ

ভোট কি আসলে সুষ্ঠুভাবে হচ্ছিল? রেডিও-টেলিভিশনের না, অনুগ্রহ করে আপনার ব্যাক্তিগত মতামত জানান।

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩১

আজকে অনেকেই বলবে সুষ্ঠু ভোট হয়েছে। আমি নিজেও নির্ভয়ে ভোট দিয়ে আসলাম। কিছু অভিযোগ আছে। ভোটার লিস্টে আমার সিরিয়াল, আমার ভোট কেন্দ্র কোথায় এসব আমি ইন্টারনেট থেকেই দেখে যেতে পারতাম। তার মানে আমার কাছে কোন অতিরিক্ত কাগজ না থাকলেও চলত। তারপরেও আমি কালকে এক প্রার্থীর অফিসে গিয়ে একটা কাগজে নিজের নাম্বার লিখে আনি। এটাই আমাদের দেশে ভোটের ট্রেডিশন। তারা ইন্টারনেট থেকে দেখে আমাকে ভোটকেন্দ্র আর আমার সিরিয়াল লিখে দেয়। সেখানে একটু কাটাকাটি ছিল। যাইহোক, আমি ভোট দিতে যাবার পর কাটাকাটি দেখে আমাকে বলল যে কাটাকাটি কেন? আমি বললাম এই কাগজ তো সরকারি কাগজ না, এটা না থাকলেও কোন অসুবিধা নাই, আপনি দেখেন ভোটার লিস্টে আমার নাম আছে নাকি, আর আমি ভোটার আইডি সাথে নিয়ে আসছি। সে লিস্ট বের করে আমার নাম দেখল তারপর আমার হাতে কালি লাগায় দিল। তারপর আমি ব্যালট পেপার সাইন করতে গিয়ে দেখি আমার ভোটার নম্বর ভুল লিখে রাখছে। আমি বললাম এটা তো আমার নাম্বার না। উনি বললেন, আপনি নিজে ঠিক করে দেন সমস্যা নাই। তাই আমি নিজেই ঠিক করে সাইন করলাম আর উনি তিনটা ব্যালট পেপারের পিছনে সাইন করে আমাকে ফেরত দিলেন। এগুলা কারো কাছে মারাত্মক ভুল মনে নাও হতে পারে, কিন্তু এগুলা অনেক বড় ভুল। আমি যদি আরেকজনের সিরিয়ালে সাইন করতাম তাহলে হয়ত ওই লোক এসে দেখত যে তার ভোট দেয়া হয়ে গেছে! এটা শুধু আমার সাথেই হয়নি, আমার আব্বা সাথে গিয়েছিলেন, তিনিও এই ভুল ধরেছেন এবং অফিসারকে দিয়ে ঠিক করিয়ে তারপর ব্যালট পেপার হাতে নিয়েছেন। আমরা এলাকায় মোটামুটি পরিচিত মানুষ, তাই বেশি গ্যাঞ্জাম হয়নি। অনেক অশিক্ষিত/ স্বল্পশিক্ষিত মানুষও যাবে ভোট দিতে, তারা এগুলা কিছুই বুঝবে না। একটা নির্বাচনের আগে যারা ভোট নিবে বা ভোট গণনা করবে তাদের নূন্যতম প্রশিক্ষণ দেয়া উচিত। ব্যালট পেপার ভাজ করার একটা সিস্টেম আছে, সেটা বার বার টিভিতে দেখানো উচিত। আমি এর আগে একটা জাতীয় নির্বাচনে ভোট দিয়েছি (দ্বিতীয়বার নির্বাচনে প্রার্থী বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়, তাই ভোট দিতে যাওয়া লাগে নাই!), তখন এসব সমস্যা হয়নি।



ভোট এদেশে একটা উৎসবের মত, এটাকে উৎসবের মত থাকতে দিলেই ভাল হয়। অনেক জায়গায় শুনলাম ভোটকেন্দ্রে মারামারি হয়েছে। বিএনপি ভোট বর্জন করেছে। আপনার নিজস্ব মতামত কী এই ভোটের ব্যাপারে? ভোট কি সুষ্ঠু হয়েছে? ভোট দেয়া নিয়ে আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করুন।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৫

সাগরের হাসি বলেছেন: শুধু কারচুপি না, ভোট ডাকাতি হচ্ছে।

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৩

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই।

অবস্থা দেখে তাই মনে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.