নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্যালো,আমি শাহীন আলম। বর্তমানে যশোরবিসিএমসি কলেজে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৫ম সেমিস্টারে অধ্যায়নরত। আমি ব্লগ পড়তে আর ফোরামে আলোচনাকরতে ভালবাসি। আর সেই ভালবাসা থেকে লেখালিখির শুরু।

S.M. SHAIN ALAM

ব্লগার শাহীন

S.M. SHAIN ALAM › বিস্তারিত পোস্টঃ

আয় করুন এন্ড্রয়েড মোবাইল দিয়ে খুব সহজে

০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ৮:০৩

আমি ব্লগার শাহীন. আমি আজ প্রথম সামহোয়ারইনব্লগ এ লিখছি। আশা করি আআপনাদের ভাল লাগবে। আমি টেকনোলজি বিষয়ে লিখতে পছন্দ করি। আপনাদের দেখাবো কিভাবে Android মোবাইল দিয়ে, Whaff ব্যবহার করে আয় করবেন। প্লে স্টোর থেকে অ্যাপ install করে
টাকা আয় করার জন্য অ্যান্ড্রয়েডে অনেক অ্যাপ আছে। কিন্তু
এক্ষেত্রে ব্যতিক্রম হলো WHAFF Rewards। এর অসাধারন সব ফীচার একে দারুন জনপ্রিয় করে তুলেছে। এটি সত্যি সত্যি টাকা দেয় আপনি প্লে স্টোরে ইউজার রিভিও কিংবা গুগলে সার্চ করে দেখতে পারেন। এতে টাকা আয় করতে হরে আপনাকে এতে ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর একটি কোড চাইবে। আপনি ইচ্ছে করলে এই কোডটি ব্যবহার করতে পারেন BL07710 এই কোডটি ব্যবহার করলে আপনি $0.30
পাবেন। আর কোড ব্যবহার না করলে আপনি কোন ডলার পাবেন না। আমি জানি কোন রেফারেল দেয়া নীতিতে নেই কিন্তু কোন কোড ব্যবহার করা ছাড়া লগ ইন করতে পারবেন না। তাই এই কোডটি দিতে হলো। তাই সবার সার্থেই কোডটি
দিতে হলো। এটা কোন ফেসবুক ফিশিং না। আপনি গুগলে সার্চ করে বা প্রে স্টোরে ইউজার রিভিও দেখে বিষয়টি নিস্চিত হতে
পারেন। আর এটি প্লে স্টোর থেকে 1 মিলিওনের বেশি বার ডাউনলোড করা হয়েছে। এবার দেখা যাক কিভাবে আয় করতে
পারবেন : এটি ব্যবহার করা খুবই সহজ। আপনি অ্যাপটি ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কতটা সহজ। চলুন দেখি আয় করার পদ্ধতি গুলো:
প্লে স্টোর থেকে WHAFF এ দেয়া কোন অ্যাপ Install করলেই পবেন $0.05-$0.12 পর্যন্ত। WHAFF দিয়ে Install করা অ্যাপটি
প্রতিদিন ব্যবহার করলেই পাবেন $0.02-$0.1 পর্যন্ত। তবে একটি নির্দিষ্ট সময় দিন পর্যন্ত পাবেন। WHAFF দিয়ে install করা অ্যাপটি uninstall না করলে প্রতিদিন পাবেন $0.01-$0.1
পরযন্ত। প্রতিদিন WHAFF এ attendance চেক করলে পাবেন
$0.01 প্লে স্টোরে WHAFF এর উপর রিভিও কররে পাবেন $0.1 গুগল প্লাসে WHAFF কে অ্যাড করলে পাবেন $0.1 এটি রেফারেলও সাপোট করে। তাই রেফারেল করেও টাকা আয় করতে পারবেন। টাকা Payout করার পদ্ধতি সমূহ:
Google Play Gift Card(কমপক্ষে $12)
Amazon Gift Card(কমপক্ষে $10.5)
Paypal (কমপক্ষে 10.5)
Itunes Gift Card(কমপক্ষে $12)
Xbox Gift Card(কমপক্ষে $10.5)
Facebook Gift Card(কমপক্ষে $12)
PlayStation Gift Card(কমপক্ষে $10.5)
Steam Gift Card(কমপক্ষে $22)
Skrill (কমপক্ষে $11)
Download করার জন্য প্লে স্টোরে Whaff লিখে
সার্চ দিন। ধন্যবাদ মন দিয়ে আমার লেখাটি পড়ার জন্য । ভুল হলে ক্ষমা করবেন। আমার সকল লেখা পড়তে চাইলে ভিজিট করুন http://bloggershain.blogspot.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.