নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্যালো,আমি শাহীন আলম। বর্তমানে যশোরবিসিএমসি কলেজে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৫ম সেমিস্টারে অধ্যায়নরত। আমি ব্লগ পড়তে আর ফোরামে আলোচনাকরতে ভালবাসি। আর সেই ভালবাসা থেকে লেখালিখির শুরু।

S.M. SHAIN ALAM

ব্লগার শাহীন

S.M. SHAIN ALAM › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মানে কি নাস্তিক?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১১

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালই আছেন। কয়েক দিন যাবৎ আমি একটা বিষয়ে লেখার কথা ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে লেখা হয়ে উঠছিল না। তাই আজকে
লিখতে শুরু করলাম, ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, ব্লগার কারা,?? অবশ্যই আপনি বলবেন, যারা অনলাইনে স্বাধীনভাবে লেখালেখি করে তারাই ব্লগার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট
ব্লগার শব্দের মানে ধরা হয় নাস্তিক। আমাদের দেশে এমন কিছু ব্লগার আছে যাদের জন্য আমাদের নিজেদের ব্লগার
পরিচয় দিয়ে লজ্জা লাগে। ব্লগার শব্দের অর্থ অনলাইনে স্বাধীনভাবে ডায়েরী আকৃতি করে লেখালেখিকে বোঝায়। কিন্তু
বর্তমান বাংলাদেশে কিছু ব্লগার আছে যাদের লেখা দেখলেই বোঝা যায় এরা কত বড় নাস্তিক। আর এসব ব্লগারদের কারনেই
সকল ব্লগারদের নাস্তিক নামে আক্খায়িত করা হয়। প্রত্যেক ব্লগারের লেখার নিজস্ব স্বাধীনতা আছে, তাই বলে এমন কিছু লেখা উচিত নয় যেটা ধর্মীয় বা সমাজীকতায় আঘাত হানে। ব্লগ লিখুন সত্য কে জানানোর জন্য, মিথ্যা কে সত্য বলে প্রমানিত করার জন্য নয়। কোনটা সত্য আর কোনটা মিথ্যা আপনার বিবেক কে প্রশ্ন করলেই বুঝতে পারবেন।



এই পোস্টটি প্রথমে আমি আমার
ব্যক্তিগত ব্লগে প্রকাশ করেছিলাম

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট। ধন্যবাদ

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২২

S.M. SHAIN ALAM বলেছেন: আপনাদের ও অনেক ধন্যবাদ প্রমানিক & মেহেদী হাসান ভাই।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

শোভ বলেছেন: সব "ব্লগার বলতেই নাস্তিক বলা বা মনে করা " এর জন্য দায়ী হলো লালগেলাপী অশিক্ষীত খালেদা জিয়া আর যাকাত ফেরতাখোর হেফাজতে ইসলাম ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

S.M. SHAIN ALAM বলেছেন: শোভ ভাই,
আমি সরাসরি কারোর উপর দোষারোপ করছি না, তবে একথা বলতে পারি, এক্ষেত্রে দলীয় কোন মতামত পোষন না করায় ভাল।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: আপনি যেন আমার মনের কথাটাই সেয়ার করলেন । অনেক ধন্যবাদ আপনাকে ।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

S.M. SHAIN ALAM বলেছেন: আলামিন ভাই,
আপনাকে ও ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২২

S.M. SHAIN ALAM বলেছেন: আপনাকে ও ধন্যবাদ প্রমানিক ভাই।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪২

গোল্ডেন গ্লাইডার বলেছেন: ব্লগার মানে নাস্তিক না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.