নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্যালো,আমি শাহীন আলম। বর্তমানে যশোরবিসিএমসি কলেজে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৫ম সেমিস্টারে অধ্যায়নরত। আমি ব্লগ পড়তে আর ফোরামে আলোচনাকরতে ভালবাসি। আর সেই ভালবাসা থেকে লেখালিখির শুরু।

S.M. SHAIN ALAM

ব্লগার শাহীন

S.M. SHAIN ALAM › বিস্তারিত পোস্টঃ

পাঁচ টাকার কয়েন মুল্যহীন

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

একটা ব্যাপারে খুব বিস্মিত হলাম, বাংলাদেশে এখন পাঁচ টাকার কয়েন ও চলে না। এমন কি বাংলাদেশের ব্যাংক গুলোতে চলেনা, একসময় আমি আমার মাটির ব্যাংকে কয়েন রাখতে শুরু করেছিলাম, আজ ধীরে ধীরে সেখানে অনেক কয়েন জমা হয়েছে, এ ব্যাপার প্রথমে আমি অনেক খুশির হলেও পরে যখন কয়েন গুলো ভাঙ্গাতে গেলাম তখন অনেক কষ্ট হল, আমার এতদিনের জমানো টাকা এভাবে অচল হয়ে গেল!!!!!! এখন আমার মনে প্রশ্ন জেগেছে , বাংলাদেশ সরকার যে টাকার মুল্য দিতে পারবেনা সেগুলো বাজারে ছাড়ার কি দরকার? মাত্র কয়েক দিন আগে বঙ্গবন্ধুর ছবি সহ অনেকগুলো কয়েন বাজারে ছেড়েছে বাংলাদেশ সরকার, এগুলো কি আমাদের ভোগান্তির জন্য? ??? আসলেই বাংলাদেশে প্রতিবাদ করার মত কেউ নেই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পাঁচ টাকার কয়েন কোন আমলেরটা চলে না?

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কয়েন ওজনে ভারী হওয়ায় অনেকেই বহন করতে চায় না।

আর কারে কি বলবেন- আমাদের মান্যবর মন্ত্রী মহোদয়! যখন বলেন ১ টাকা/২ টাকায় কিছু পাওয়া যায় না! তাই শুধু ৫ টাকার নোটই রাখতে চান! সেই দেশে কার কাছে অভিযেগ জানাবেন!!! সবই অবিমৃষ্যকারীতায় ভরা!!

@ কা_ভা ভাই এখানে চলেনা বলতে বিনিময় করতে কষ্ট বুঝীয়েছেন ! একসাথে ৫ টাকার কয়েন বেশী পরিমানে হলে কোন দোকানেও নিতে চায় না!!!! কিছূদিন আগে এ নিয়ে রিপোর্টও হয়েছে লক্ষ লক্ষ টাকার কয়েন নিয়ে বিপাকে শিরোনামে!

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

ত্রি-মাত্রিক চিন্তা বলেছেন: কয়েন মুখ্য না এখানে বঙ্গবন্ধুকে টেনে আনাটা মুখ্য?
আজগুবি সব কথা!
কয়েন চলে না!

আপনার উদ্দেশ্য ক্লিয়ার করেন আগে।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২২

নতুন বলেছেন: ব্যাংকের ক্যাসিয়ারের গুনতে সমস্যা হবে বইলা নিতে চাইনাই। বাংলাদেশ ব্যাংক নিশ্চই নিতে নিষেধ করে নাই।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

এসব চলবে না..... বলেছেন: এইটা পাপের ফল।
হাজার হাজার কয়েন মাটির ব্যাঙ্কে জমাইয়া রাখা অন্যায় না রীতিমত পাপ।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

সুমন কর বলেছেন: কই, চলে তো !!

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: পাচটাকাতটা এখনো চলে। এক দুইটাকাও চলে, তবে কেবল গ্রামে। শহরে এক দুইটাকা মুল্যহীন হয়ে যাচ্ছে। বুঝতে হবে বাংলাদেশ এখন নিম্ন মধ্য আয়ের দেশ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭

S.M. SHAIN ALAM বলেছেন: শতদ্রু ভাই কয়েন চালাতে কি আমি গ্রামে যাবো...?? আর কয়েক দিন পরে গ্রামে ও একই হাল হবে।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৪

S.M. SHAIN ALAM বলেছেন: ধন্যবাদ সকলকে, আপনাদের মুল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

S.M. SHAIN ALAM বলেছেন: এসব চলবে না ভাই,

আপনার কথা শুনে ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, এক ভদ্রলোক ব্যাংকে গেছে দশ হাজার টা তুলতে, তার সামনে আরেক ভদ্রলোক পাঁচ লক্ষ টাকা তুলবে, তার চেকে লেখা পাঁচ লক্ষ টাকা মাত্র, তাই দেখে প্রথম ব্যক্তিটি তার চেকে লিখল দশ হাজার টাকা কিছুই না...!!! আমার মনে হয় আমার পাপ টা ও এমন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.