নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল মৎস কন্যা

নীল মৎস কন্যা › বিস্তারিত পোস্টঃ

ঘুমাতে চাই

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

আমি অনেক আবেগপ্রবণ মানুশ। মানুষের প্রতি মায়া ও বেশী। আমি কাউকে সহজে সরি বলতে পারি না । আর আমার একবার সরি বলার মানে হল নিজের সাথে যুদ্ধ করে সমস্ত ইগো ভেঙ্গে চুরমার করে কারো কাছে নত হওয়া। কোন কিছুর জন্য বারবার অনুরোধ করা আমার ধাতে নেই। আমি তুমি নই তুমি ও আমি হতে যেওনা, আমিও তুমি হতে চাইনা।ধীরে ধীরে জিবনী শক্তি নিঃশেষ হয়ে আসছে তা বুঝতে পারছি। শরীরের জোরে নয় দিন পার করছি মনের জোরে।অনেক কথা বলার ছিল তোমাকে।বারবার ভাবি বলব কিন্তু পারি না । মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে শুধু গায়ের জামা নয় বিছানার চাদর ও ভিজে চুপচুপে হয়ে যায় । পাহাড় ডিঙ্গানো মেয়ে আমি তবু হাপিয়ে উঠি এখন অল্পতেই ।ক্ষয়ে যাচ্ছে সমস্ত কর্মশক্তি। অনেক দায়িত্ব আমার কাঁধে , কিন্তু সময় অনেক কম।চাকরিটা ছাড়তে চাই। একজোড়া নীল চোখের মানুষ খুজতে হবে। রাতে ঘুমাতে পারি না অনেক দিন । সব কাজ শেষ করে আমি একটা শান্তির ঘুম দিতে চাই ।জানালার পাশে থাকবে জাম গাছের ডাল।পাখির কিচিরমিচির শব্দ শুনে শুরু হবে আমার সকাল।

"চাকরিটা আমি ছেড়ে দিব তুমি শুনছ, তখন আর কেউ আটকাতে পারবেনা
সাগর নদী পাহাড় পেরিয়ে জুমঘরে আমি রব,আমকে তুমি আর খুজে পাবে না"।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন: ুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.