নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

জয় হাতছাড়া হলো বাংলাদেশের

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ঢাকা: জয়ের খুব কাছে গিয়েও পারল না বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে ১-০ গোলে এগিয়ে থেকেও যোগ করা সময়ে গোল হজম করতে হলো লাল-সবুজদের। মঙ্গলবার ভারতের সঙ্গে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।



দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পক্ষে গোলটি করেন রক্ষণভাগের আতিকুর রহমান মিশু। ৮২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে জালে বল জড়ান তিনি।



নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত লোডভিক ডি ক্রুইফ শিষ্যরা এগিয়ে ছিল। কিন্তু ইনজুরি সময়ের শেষ মুহূর্তে বক্সের বাইরে ফাউল হলে ফ্রি-কিক থেকে সমতায় ফেরে ভারত। গোলটি করেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। ৪১তম আন্তর্জাতিক গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতার ‍তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। আর মাত্র দুটি গোল পেলেই বাইচুং ভুটিয়াকে (৪২) ছাড়িয়ে শীর্ষ গোলদাতার আসনে বসবেন সুনীল।



এই ম্যাচ শেষে বাফুফে গ্রাউন্ডস কমিটির সভাপতি ফজলুর রহমান বাবুল বললেন,‘আসলে নেপালের সঙ্গে বাংলাদেশকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কিন্তু আজ ছেলেরা ভালোভাবেই ফিরে এসেছিল। তিনটি গোলের সুযোগ থাকলেও ব্যর্থ হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে যে গোল হলো তা দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়।’



দুম্যাচ শেষে ভারত চার পয়েন্ট নিয়ে শীর্ষে। আর এক পয়েন্টে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে।



দিনের অপর খেলায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান মোকাবিলা করবে স্বাগতিক নেপালকে।



এ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুদল।



বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ৩ সেপ্টে





(কপি পেস্ট)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.