নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

কাল ৫ই মে, কি বলেছি ।।কি বলার বাকি ছিলো?

০৪ ঠা মে, ২০১৪ রাত ৮:৪৪

আজ রাত পোহালেই ৫ই মে সেই রক্তাক্ত দিন...অনেকেই হয়ত ফেসবুকে দুই তিনটা কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে জালিম শাসক হাসিনা কে গালি দিয়ে স্টাটাস দিবেন ...আমি হয়ত তাদেরই একজন...৫ই মে কে আমি আমার দৃস্টিকোন থেকে দেখে আসছি...সেই এক বছর ধরে আমার দৃস্টির সাথে অনেকেই নয় কারোই মতামত নাও মিলতে পারে।।৫ ই মে একটি ইঙ্গিত, একটি ঘটনা, একটি উদাহরণ এই দেশের জনগন ইসলাম কে কতোটা ভালোবেসে জীবন দিতে পারে তারই একটি অনন্য দৃস্তান্ত হিসেবেই আমি দেখি...৫ই মেকে দেখতে হলে আমাকে অবশ্যই ১৩ দফা দাবী গুলো দেখতে হবে...এই দাবী গুলো কি এই যুগে চলে, না অচল? কথায় কথায় বলে দিলেই তা কি মধ্যযুগ হয়ে যায়? কি এই মধ্যযুগ? কেন মধ্যযুগকে খাটো করে দেখা হয় বা দেখাতে চায় এই দেশের দু কলমের শিক্ষিতের বাচ্চারা।।কারন একটাই সারা বিশ্বকে এক হাজার বছরের বেশি মুসলিমেরা শাসন করেছে।।ইতিহাস কার হাত দিয়ে লেখা হয়েছে আজ বুঝতে পারি ??ভুল ইতিহাস পড়িয়ে আমাদের কাছে মধ্যযুগ কে শুধু খারাপ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, বলা হচ্ছে এই যুগ অন্ধকারের যুগ ।।অতি চালাক শিয়াল যেমন তার লেজ(লেছ) লুকাতে পারে নাই তেমনি আমাদের ধান্ধাবাজ বুদ্ধিজীবিরাও পারে নাই ।।সত্য সত্যই...সাহিত্যে প্রকাশ করে একদিন বাংলায় ছিলো গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান।।সারা বাংলা ছিলো সুখ আর সম্বৃদ্ধিতে ভরপুর,হিন্দু মুসলিম সম্প্রিতি ছিলো দেখার মত। সমাজে হানাহানি হিংসা বিদ্দেষ ছিলোই না...তো বুদ্ধিজীবি বলবেন কি? তখন শাসক ছিলো কারা? তখন ক্ষমতায় ছিলো কারা এই উন্নয়ন কাদের হাত দিয়ে এসেছিল? এসব বল্লবেন না,এসব এমনি এমনিতে এসে হয়ে গেছে, না?

আমি এসব নিয়ে লিখবো বলে কলম ধরি নাই আজ ৫ মে যারা মুসলিম (বাংলা) সমাজে একটি কলংকজনক দিন।।নিরাপরাধ মুসলিম দের রক্তে ভেসেছিল এই বাংলার জমিন?এই গণহত্যা দেখে প্রতেক মানুষের ঘরে জন্ম নেওয়া মানুষের মনে একটি দাগ কেটে যায়, এই কাজ কি মানুষ করতে পারে?অনেকে হয়ত হেসেছিলো যাক অপারেশন সাকসেসফুল আমি বলতে চাই তারা কি মানুষের ঘরে জন্ম নিয়েছে, না শিয়াল কুকুর তাদের জম্ন দিয়েছে।।মানুষ হলে তাদের ভিতরে নূন্যতম মানবিকতা থাকবে।।শিয়াল কুকুদের কোনা মানবিকতা নেই্‌, বিবেকহীন এই সব মানুষ রুপি পশুদের ( তাদের কে ) পশুর দলে আমি নাম লিখাতে চাইনি।।

আমি দেখেছি নতুন এক যুগ মানুষের মনে ১০ বছর আগেও ইসলামের প্রতি এতো দরদ ছিলো কি না তা হাজার টাকার প্রশ্ন হতে পারে, তবে যে জিনিসটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে তা হলো আমাদের ইসলামী আন্দোলনে নেতাদের নেতৃত্বদানের টেকনিক বা ক্ষমতা বড়ই আনাড়ী।। শুধু মাদ্রাসায় বা খানকায় বসে থেকে এই জালিম, মু্রতাদ, নাস্তিক আর দাজ্জাল মিডিয়ার মোকাবিলা করা সম্ভব নয়। সেই স্পেনের ঘটনাই আমরা দেখতে পেলাম।।স্পেনের কাফিরেরা যেমন বলেছিলো হে মুসলিমেরা তোমরা মসজিদে চলে যাও মাসজিদ নিরাপদ সেইদিন আমাদের পুর্বপুরষেরা যে ভুল করেছিল তাদের কে বিশ্বাস করে একট এপ্রিল ফুল নামক এক মর্মান্তিক ঘটনার জন্ম হলো । ঠিক তেমনই একটি মর্মান্তিক ঘটনা হলো জালিম, কাফির, মুরতাদ সরকার আর বিরুধীদল তাদেরকে বিস্বাস করে একটি ৫ই মের জন্ম হল।

জিহাদের জসবা শাহাদাতের তামান্না নিয়ে যে তোহিদী জনতা শাপলা চত্তরে জমায়েত হলো তাদের অনেকের মনের আশা পুরুন হলো তাদের কে আল্লাহ শহীদ হিসেবে কুবুল করুন।।আমীন।।আর আমাদের উপরে যে ফেরাউনের মত এক জালিম শাসক কে চাপিয়ে দিয়েছেন তা থেকে মুক্ত করার জন্য তারিক বিন জিহাদ, সালাউদ্দিন আয়ুবী, বিন কাসিব, বকতিয়ার, শাহজালাল, বুরহান উদ্দিন জঙ্গি, বেরলভি, শাহ উলীউল্লাহ, মোল্লা উমর, ওসামা বিন লাদেন তাদের মত সাহসী মুজাহিদ আমাদের পক্ষ থেকে কাঊকে কুবুল করুন...কালো কাপড়ে কালিমা খচিত একটি পকাকা আমাদের মাঝে দান করুন ।।এক হোক মুস্লিম উম্মাহ...আবার বজ্রে কন্ঠে কেউ বলে উঠুক সৃষ্টি যার বিধান তার। হয় শরিয়ত না শাহদাত...।আমিন...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
৫ই মে ছিল সত্যই একটা ভয়াবহ স্মরণীয় রাত। রাজধানীর প্রাণকেন্দ্রে অভাবনীয় নৈরাজ্য, যদিকে তাকাই সেদিকেই আগুন, আতংক! টিভিগুলো টকশোর কথা বন্ধ করে বলছে " এরপর কি হচ্ছে কেউ কিছু বলতে পারছেনা, রাত যত গভীর হচ্ছে আতংক তত বাড়ছে। এমন ভয়াবহ অনিশ্চয়তা আমার জীবনে দেখিনি।

শেষ রাতে একটা ব্যাবস্থা নেয়া হল। প্রমান হল বিডি পুলিশ যে কোন সময়ের তুলনায় দক্ষ।
পুলিশী ইতিহাসে এটাই সবচেয়ে সার্থক সফল অপারেশন,
বিশ্ব 'মব কন্ট্রল' ইতিহাসেও এটি সফল মাইল ফলক হিসাবে থাকবে,
দু লক্ষ মারমুখি অবরোধকারিদের প্রায় বিনা রক্তপাতে, নন লেদাল ওয়েপন ইউজ করে মাত্র ১০ মিনিটে সরিয়ে দিয়ে .. সবকিছুর নিয়ন্ত্রনে নিয়ে নেয়া!
হেফাজতকেও পররবর্তিতে কৌশলে নিউট্রাল করে ফেলা যেটা মিশর বা থাইল্যান্ড এমনকি আমেরিকাও পারেনি।
Click This Link
Click This Link

২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:২৩

চরিত্রহীন মোড়ল বলেছেন: কত জন মারা গেল সেটা বড় নয়।।একজন মারা গেলেই কি আপনাদের কোন ক্ষমতা আছে তাদের ফিড়িয়ে দেবার?মানুষের জীবন সংখ্যা দিয়ে নয় জীবন দিয়ে হিসাব হয়।।মানুষ যদি মানুষ না হয়ে পুশু হলে তাকেই বা আমি কি বলি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.