নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

“চোখের জলে কোন রঙ হয়না...দুঃখগুলো অবহিলিত”

১৫ ই জুন, ২০১৫ রাত ৯:৫০

২০১৩ সালের ৫ই মে এই দেশের আলেম সমাজের উপর দিয়ে বয়ে যাওয়া এক হ্যারিকেন বা টর্নেডো। এই রাত্রিতে ক্লান্ত শ্রান্ত ক্ষুদার্থ ঘুমন্ত জিকিরত নিরস্ত্র মুসাফিরদের উপর কতগুলো হায়না রুপী দানবের অস্ত্র সস্ত্র নিয়ে হিংস্র ঝাপিয়ে পড়ে আর উম্মাদ দানবের ন্যায় হামলা করেমেরে ছিলো ; এই নিরিহ মানুষ আর মাদ্রাসায় পড়ুয়া ছেলেদের কে তা আমরা সবাই জানি । কিন্তু এই ৫ তারিখের পরে এই হেফাজতের কর্মীরা যারা বেচে ছিলো;আহত হয়েছিলো তাদের প্রতি আমাদের আচরণ কেমন ছিলো? তাদের মৃত দেহ গুলো কি তাদের আত্নীয়রা পেয়েছে? তাদের লাশ গুলো কি দাপন কাপন হয়েছে? তাদের পরিবার কি কান্না কাটি করেছে ? তাদের কান্নার আওয়াজ কেমন? তাদের চোখের জল কেমন ছিলো? যারা আহত হয়েছিলো তারা কি চিকিৎসা পেয়েছে? ডাক্তার কি তাদের সাথে রোগীর মত আচরণ করেছিলো? না তারা হেফাজতী এই অপরাধে তাদের সেই দিন চিকিৎসা দেয়নি কসাই ডাক্তারেরা? তারা গ্রাম থেকে আসা শহর কেমন কি জানত ? শহরের মানুষজন কেমন তা কি তারা বুঝতো? তারা কি দুনিয়া লোভি ছিলো ? তাদের জানাজায় কি হয়েছিলো ...।? তারা আজ বেচে থাকলে কি হতো ? তাদের পরিবারের অবস্থা এখন কেমন ? তারা কি সবাই কি সুস্থ আছে? সেই আহাজারি গুলোই পেয়েছি এক ভাইয়ের লেখা থেখে আতিক উল্লাহ আতিক ভাইয়ের সেই প্রত্যক্ষ দেখা বিবরণ গুলো ধারাবাহিক ভাবে লেখা হিসেবে ছাপাবো ইনশায়াল্লাহু আজিজ...। “চোখের জলের কোন রঙ হয় না...দুঃখ গুলো অবহেলিত” শিরোনামে আসছে সেই আহাজারির বাস্তব বর্ণনা দিয়ে এখানে ধারাবাহিক ভাবে পোস্ট করবো ...।
জানি এই সব পড়ে কারোর কোন কিছু অনূভত নাও হতে পারে আবার অনেকেরই মনের ভিতরের দিগন্ত জোরা কালো দেয়ালের মিথ্যা আস্তরণ খসে যেতে পারে...।আমরা যারা মানবিকতার কথা বলি...আমরা যারা দয়ার কথা বলি...আমরা যারা দয়া মায়া প্রেম ভালোবাসার কথা বলি। মানুষ হয়ে উঠার কথা বলি ...ভুপেনের "মানুষ মানুষের জন্যের" কথা বলি ...রবীন্দ্রনাথের "বুঝিবে সে কিসে দংশিনি যারে কভু আশিবিষের" এর অব্যক্ত মানবতার কথা বলি কিংবা হাল আমলের নির্মেন্দুর "মানুষ গুলো অন্য রকম" এই কবিতা দিয়ে মানবতা আর মানুষ কে সংগায়িত করি ।।এই হেফাজতের কর্মিদের আত্নীয় স্বজন বা যারা আহত হয়েছিলো তাদের প্রতি আমরা কতটুকুই মানুষ আর মানবিক হতে পেরেছি? এই লেখায় তাই জানতে পারবো আরো জানতে পারবো এই দেশে শুধু ক্ষমতালোভীরাই শুধু দানব হয়; না তার সাথে অনেক অনেক হাসিনা খালেদা হয়ে আমাদেরই সাথে তারা থাকে বসবাস করে , হাটাচলা করে একই বাজারের সওদা পাতি কিনে খায় !...আর বলে বেরায় “মানুষ মানুষের জন্য” কিন্তু এই ডালের পানি খাওয়া এই সব মাদ্রাসার হুজুরেরা আমার আপনার ডাক্তার পুলিশদের কাছে কি মানুষ ছিলো নাকি তারা শুধুই হেফাজতি ...। তাই তো দেখিছি কিছু মানুষ অসভ্য, বর্বর দানবেরা ক্ষমতার জন্য দানব হয়ে নিরিহ মানুষদের হত্যা করলে আমাদের মধ্য থেকে উল্লাস করে আর সাধুবাদ জানায়...উৎসবে ফেটে পড়ে....নতুন করে রঙের হোলি খেলে জানান দেয় তারা মানুষের কাতারে....আমরা কি এই উল্লাস করা পুশদের কাতারে না যুগে যুগে যে মানুষ হয়ে উঠার গল্পের ইতিহাস, সেই ইতিহাসের সেনানি বীরের সহযাত্রী তাই দেখতে পাবো ....এই লেখাটা শুধু ঘটনার বর্ণনা আর এন্ড আর......।।
অপেক্ষায় থাকুন ধারাবাহিক আসছে [ “চোখের জলের কোন রঙ হয় না...দুঃখ গুলো অবহেলিত”]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.