নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

তোকে লিখছি.।একদা তোকে দিয়ে আমার অনেক সময় কেটেছে আনন্দে.।

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৭

সামনে ভেসে উঠা সাদাকাল জীবনের পিছন দিকে তাকালে কত মুখ ভেসে উঠে। এই চেনা জানা অনেক স্মৃতি মারিয়ে অনেক গুলো বছর একদিন একদিন করে পিছনে ফেলে এসেছি। সেই খেলার মাঠ থেকে এই পথ চলা তারপর মক্তব, স্কুল এখানে এসে সংখাটা অনেকে বেড়ে যায়। ক্লাস টু তে পড়ার সময় এমন এক ক্লাসমেট পেয়েছিলাম। যাকে অনেক সময় অনেক ভাবে তাকে মিস করি ...সেই ফোরে পড়ার সময় কোন এক কারণে সে স্কুল ছেড়ে চলে যায় তার মামার বাড়িতে পড়বে বলে। সে ছিলো আমাদের গ্রামের উত্তর পাড়ার। কিন্তু তাকে এই বড়বেলায় অনেক খুজি। কিন্তু পাইনি ।বছর তিনেক আগে খুজতে খুজতে পেয়েছিলাম। তাকে দেখতে চেয়েছিলাম সে কেমন হয়েছিলো ।।পেয়েও পায়নি সে মামার বাড়িতে গেছে ঠিকই কিন্তু সার্টিফিকেট নিতে পারেনি। এখন মরুর বুকে জাহাজের মাস্তুল ধরে জীবন নিয়ে যাচ্ছে। ক্লাস ফাইভে আসে আরেকজন সে ছিলো ভালো ছাত্র অপর দিকে আমি ছিলাম তার উলটো কিন্তু ভাল খারাপ সবার সাথেই সখ্যতা আর বন্ধুত্ব ছিলো। সে একজনও ভালো স্কুলে পড়বে বলে মামার বাড়ির স্কুলে চলে যায়, কিন্তু এই একবছরের রেশ এখনো আছে অনেক বছর পড়ে কিভাবে কিভাবে ফেসবুকে লিস্টে আসে। হাইস্কুল কলেজ ভার্সিটির মধ্যে অনেকেরই সাথে বন্ধুত্ব হয়। তার পাশাপাশি খেলার মাঠেও বন্ধুত্ব আসে তার মধ্যে গ্রামের অনেক খেটে খাওয়া মানুষও আমার ঘনিষ্ঠ বন্ধুর তালিকায় দখলে আছে। কাছে দূরে ভূলে যাওয়া মনে রাখা সকল বন্ধু জীবনের এক পাঠশালার পাঠ আমি তোমাদের কাছ থেকে নিয়েছি। তোমাদের অনেকেই হয়ত জানোনা ফেসবুক কি জিনিস ? তারপরেও স্মৃতির পাতা উলটিয়ে তোমাদের খোজে লিখে দিয়েছি আবেগীন সস্তা এক ছত্র কথামালা। সাহিত্যপাঠের ধারদারিনা শুদ্ধ অশুদ্ধের হিসেব কষে লিখিনা । সেখানেই আছো ভালো থেকো...বন্ধু বরেষু প্রিয়......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.