নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

//সব স্বপ্ন চোখের তারায় সত্যি হোক ,...আমার কাছে দেশ মানে, এক লোকের পাশে অন্য লোক//

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭


তাদের কোন দেশ নেই , সত্যি তাদের কোন দেশ নেই, নেই কিছু নেই। সেই ফিলিপাইনের মরো মায়ানোমারের রোহিঙ্গা , থাইল্যান্ডের পাত্তানী চীনের হুই হয়ে পাকিদের বেলুচের পরে ভারতের জুম্ম কাস্মিরসহ চেচেন কসেক হয়ে সিরিয়ানদের কোন দেশ নেই। দেশ মানে তো রাস্ট পতাকা আর মানচিত্র নয়, দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। এই এক লোকের পাশে অন্য লোক হয় তাদের জন্য, তারা পায় না অন্য লোক কারা , কোথায় থাকে। তাদের দেশ নেই ,তাদের স্বপ্ন ঢুলেনা বাতাসে ফসলের মাঠে, দিতে পারে না একটু বেচে থাকার দাম, দেশ পোড়ুক , মুছে যাক মানচিত্র কিন্তু দেশতো থাকবে এই কাটাতারের সিমানায় বন্ধী কি আজ আমাদের মানবতা আর সাহসের গল্প গুলো? দিনের শুরু আর রাত্রির কালো সিমানায় থাকুক আমার দেশ।। এই এতদুর সিমানায় হোক তাদের দেশ। ঘুম ভাংগা এক বিকেলে কিংবা সকালে বুক ভরে নিশ্বাস নিতে পারুক এই দেশহীন মানুষেরা এমন স্বপ্ন বুনে যেতে মন চায়... অক্ষমতা আর সহযোগিতা দিতে পারেনি তাদের সেই এই দেশ, কি ঘুমে আচ্ছন্ন আছে আমাদের সর্দার থেকে নেতারা তা কি করে বলে বুঝাতে পারবো না ...। নুন্যতম একটু সংহতি কি দেখাতে পারতো না আমাদের আরবের শাসকেরা? তাদের কি লজ্জাও লাগে না ? তার ভাইয়েরা আজ ভিখারির বেশে এক দেশহীন দেশে একটু আশ্রয়ের জন্য আহাজারি করে মরছে! এত বড় একটা দেশ সৌদি আরব এই দেশটার কোন এক কোনায়ও কি তাদের একটু ঠাই হতে পারে ? তাদের সম্পদেরতো অভাব নেই ।। গাল গল্পে শোনা তাদের শাসকেরা যখন ইউরোপ ভ্রমনে যায় তাদের একবারের বকশিসে অনেকের ভাগ্য বলদে যায়। শুধু ইউরোপের মানুষজন একটু খুশি হবে বলে কত ব্যয় আর কত অপচ্যের সেই আয়েশী জীবন ।।এই কয়েকদিন আগে তাদের বাদশা বিদেশ ভ্রমনে গিয়ে স্বর্ণের টুপি থেকে শুরু করে স্বর্ণের কমেড পর্যন্ত ব্যবহার করেছেন আর দুহাত দিয়ে খরচ করেছেন ডলার আর ডলার শুধু ডলার। একটু কি দেশ হতে পারেনি এই সব ঘরহীন অহায় দেশ ছাড়া মানুষদের জন্য? কত আলিয়ানের মৃত্যু হলে এই সমস্ত ভার শাসকদের ঘুম ভাঙ্গবে? এইতো গেলো শাসকদের কথা এই বার কিছু আমাদের কথা বলি এইবার আশি লক্ষ্য হজ যাত্রি মক্কা নগরিতে যাচ্ছে টাকার অংক দেখতে চাইলে ক্যালকুলেটর ব্রাস্ট হয়ে যাবে তারপরেও দিচ্ছি প্রতি জনে কম করে হলে ২৫০০ ডলার করে হলে 2051282.051বিশ কোটি একান্ন হাজার দুইশত বিরাশি ডলার যা বাংলায় টাকায় 1.6E+12 যা এটার মানি আমি বুঝিনি।। এই দিয়ে কি এই দেশ হীন মানুষদের জন্য একটি দেশ হতে পারে না ? দেশ মানে তো হাজার আয়লানেরত মৃত্যু নয়? হাজার ফিলিস্তিনির বুক ভরা কান্না নয়? দেশ মানে হত রোহিংগাদের চোখের জলে ভারত মহাসাগর লোনা হওয়া নয়? দেশ মানে তো থাইল্যান্ডের মাটির জৈবসার উৎপাদনের জন্য আমাদের হাজার মানুষের গণ কবর নয়? আমি একটি দেশ চাই ।।এক লোকের পাশে অন্য লোক চাই। রাষ্ট্র পতাকা মানচিত্রের দেশ নয় ।। সব স্বপ্ন আমার চোখের তারায় সত্যি হোক ,...আমার কাছে দেশ মানে, একলোকের পাশে অন্য লোক।।
লোপা মুদ্রার গান থেকে অনুপ্রানিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.