নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

///“বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার পরিক্ষা ও একটি নতুন স্বপ্নের শুভারম্ভ”/// পর্ব এক

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

রতন মানিক পরিক্ষা শেষ করে গেট থেকে বের হয়ে কলা ভবনের দিকে হতাশার এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ইস...যদি এভাবে প্রিপারেশন নিতাম তাহলে আজ আমাকে চান্স পাওয়াটা কেউ আটকাটে পারতো না...চোখ জল জল করছে যেকোন মুহুর্তে কেদে ফেলবে। এত সহজ ছিল যা আমার ধারনার বাহিরে।প্রিপারেশন একটু গুছিয়ে নিলেই হত। ইস যদি আগে যানতাম প্রশ্নের ধরণ আর এই বই গুলো পড়তে হবে, তাহলে আজ ইতিহাস অন্যরকম হতো। বাড়িতে দৌড়িয়ে যেতাম, একটা তুফান বাজি বাড়ির উঠানে ফুটিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতাম। তখন বলতাম আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। একটু না জানার কারণে? তথ্যের হের ফেরের কারণে আজ আমি চান্স পাইনি। নিজেকে কি বলে সান্তনা দিবো? এই সব ভাবতে ভাবতে নীলক্ষেতের দিকে হাটা দিচ্ছে। পাশের বেঞ্চে বসা ছেলেটি বলেছিলো নীলক্ষেতের বই পড়ে তার পরিক্ষা ভালো হয়েছে। সে জানে না নীলক্ষেত কোথায়? তখন ছেলেটি থেকে জানতে পেরেছে ঐদিকে আর হাজার রকমের বই আছে। ফুটপাতের বাদিক দিয়ে হেটে যাচ্ছে আর মনে মনে নিজের মন কে স্বান্তনা দিয়ে বলছে যাক এই বার পারিনি বলে কি হাল ছেড়ে দিবো। এই সব ভাবতে ভাবতেই নীলক্ষেত চলে আসে। নীলক্ষেতের বইয়ের আরতে এসে তার চোখ ছানাবরা।
এত বই যে আগে কখনো দেখেনি , গ্রামে থেকে এবার ইন্টার পাশ করে উপজেলায় কোন এক কোচিং সেন্টারে কোচিং করেছে , কোচিং এর ভাই যারা আছে কেউ কেউ বাড়ির পাশে বিস্ববিদ্যালয়ের ছাত্র। আর টাকা এবং সাহসের অভাবে শহরে গিয়েও পরতে পারিনি। কিন্তু এবার সে এ+ পেয়ে পাশ করেছে। এমনিতেই অনেক মেধাবী কিন্তু এতো এতো বই দেখে সত্যিই সে নিজের কাছে নিজেই লজ্জা পাচ্ছে? ঘুড়ে বই দেখছে একেক দোকানে গিয়ে খুজছে ভর্তির জন্য ভালো বই। খুজতে খুজতে পেয়েও যায় ।পকেটে যা টাকা ছিলো যাওয়ার ভাড়ার টাকাটা রেখে বাকী টাকা দিয়ে কিছু বই কিনে নিয়ে যায়। এবার বাড়িতে এসে পড়তে এসে দেখে কঠিন কঠিন ব্যাখ্যা গুলো কত সহজ করে লিখেছে।পড়ে আর হাসে এতো সহজ যে ভর্তির বই হতে পারে সে চিন্তাই করেনি। মাস দেরেক পর আবার মার কাছ থেকে কিছু টাকা নিয়ে এসে আরো কতো গুলো বই কিনে নিয়ে যায় ।এবার সকাল বেলা এসে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দেয়। একা একা যা বুঝে তাই কিনে ।।প্রয়োজন লাগুক বা নাই লাগুক ভর্তির জন্য প্রস্তুতি নামে যা পাচ্ছে নতুন পুরান মিলেয়ে এক গাট্টি বই কিনেছে ।তার গাট্টি দেখলে মনে হবে চিল্লায় যাচ্ছে।
///যারা এখন কলেজে পড়ছে তাদের উদ্দেশ্য আমার এই ক্ষুদ্র নিবেদন///
দ্বিতীয় পর্ব ঈদের দিন সকালে দিবো

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪

গেম চেঞ্জার বলেছেন: বেশ ভাল লাগলো । চালিয়ে যান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.