নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

স্বর্ণ কিশোরীর পিচ্চিল পথ....

০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

গত কয়েকদিন ধরে লিখার চেস্টা করে যাচ্ছি,,যত বার হাত প্রসারিত করি ততবারই হাত গুটিয়ে নিতে হয়। গুটিয়ে নিয়েছি। সব কিছু প্রকাশ করা যায়না, তার মধ্যে ধর্ষণ বা যৌন হয়রানীর ব্যাপার হলেতো আরো চেপে যেতে হয়। সমাজ যেখানে ধর্ষকের বিচার না করে ধর্ষিতার কথা শুনতে বেশি আগ্রহী, কিভাবে করেছে,দাড়াইয়ে না শুয়ে, রাতে ননা দিনে,,এই সব অহেতুক প্রশ্নবানে আরেক বার তাদেরকে হেনস্থা বা ধর্ষণের শিকার হতে হয়।বিশেষ করে হাই স্কুল পর্যায়ে মেয়েদের কে বেশি করে যৌন নিগ্রহের উতপাত বেশি সহ্য করতে হয়,। ক্লাস টিচার,ম্যাথ টিচার, ইংরেজি টিচার,,পাড়ার ছেলেদের প্রেমের প্রস্তাব,,দুলাভাইয়ের অনৈতিক দাবি,,প্রাইভেট টিউটর লুভতোর দৃস্টি এই সব এক নরক যন্ত্রনার মধ্য দিয়ে এই বাংলাদেশের মেয়েদের বেড়ে উঠতে হয়। য়ার মধ্য থেকে কেউ কেউ নিরবতা ভেংগে অভিযোগের তীর নিক্ষেপ করে বিচারের দাবী নিয়ে আসে। তার দাবীটি কত অপরাধ তা প্রমানের জন্য অনেকেই উঠে পড়ে লাগে,,শুরু হয় আরেক ক্যাচাল। ঐ মেয়ে,,তার মা খারাপ,,বাবা এই করছে এই গল্প ফেদে আসল দোষীকে আড়াল করে দেয়।।আর বুক ফুলিয়ে চলে পরিমল নামক জারজ নর্দমার কীটেরা। চোখের জলে বালিশ ভেজায় আমাদের বোনেরা,,,একজন মানুষ পায়নি ঐ সকল বোনেরা,,,সবাই শুধু দূর থেকে মজা লুটে,,অপেক্ষায় থাকে কবে বিচার হবে,,বিচারের বয়ান শুনে হেসে গড়াগড়ি খাবে,,রেকর্ড করে বাজার ঘাটে প্রচার করবে,,।।যে সমাজে বোনের নির্যাতন সবাই চোখ বুঝে সহে নিতে পারে সে সমাজে একজন পরিমলের জন্ম অনেক স্বাভাবিক।এই সমাজ দ্রুত নস্টদের অধিকারে যাবে,,উদ্ভট উটের পিঠে থাকবে মনুষত্ব।চোখের জলে মানচিত্র অংকিত হবে বালিশের কভার।অন্ধকারের থাকবে সমাজ,,,,,

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে সমাজে বোনের নির্যাতন সবাই চোখ বুঝে সহে নিতে পারে সে সমাজে একজন পরিমলের জন্ম অনেক স্বাভাবিক।এই সমাজ দ্রুত নস্টদের অধিকারে যাবে,,উদ্ভট উটের পিঠে থাকবে মনুষত্ব।চোখের জলে মানচিত্র অংকিত হবে বালিশের কভার।অন্ধকারের থাকবে সমাজ,,,,,

যে সমাজে নিজের পরিচয় ভূলে যাবে, যে সমাজে ধর্মের নামে বক ধার্মিকেরা মাতব্বরি করবে, যে সমাজে প্রকৃত ধর্শকে আড়াল করে ভোগ আর পূজির পুজো করবে... সামষ্টিকতার বদলে ব্যক্তিক ক্ষুদ্রতায় ডুব যাবে, যে সমাজে নীতি নৈতিকতা সত্য বিবেকের বোধ সব ডিকশনারীতে জমা থাকে, সেখানে ভাল কিভাবে আশা করা যায়!!!!

কোন আশা নেই! কেবলই অন্ধকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.