নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জন্য সব সময় শুভকামনা থাকবে...।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬


দেশকে সারাদিনে কমছে কম হাজার বার চু.... প্রোফাইল পিক পরিবর্তন করে দেশপ্রেমিক হতে চাইনি এবং চাইওনা।
আমরাও চাই দূষণ মুক্ত,পরিচ্ছন্ন, শিশু ও নারী নির্যাতন মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়ে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং তার জন্য কর্ম পরিবেশ তৈরি হোক,যার যার দায়িত্ব সে ঠিক ভাবে পালন করুক,ব্যক্তিগত ভাবে আমি এবং আমরা পরিবেশের প্রতি সদয় হই।ঘুষ নেওয়ার আগে দেওয়াটা বন্ধ করি।
এইসব করার নামই প্রকৃত দেশপ্রেমিককের কাজ। এখন এই কাজ গুলোই আমরা করিনা,,,,আমরা করবো কি প্রফাইল পিক পরিবর্তন, যার সাথে মাশ্রাফিদের খেলার সক্ষমতা কোন পরিবর্তন করেনা এবং করবে বলে কোন গ্যারান্টি নেই।অনেকেই আজকের এই খেলা দেখার জন্য সারা রাত টিকেটের লাইনে দাঁড়িয়ে থেকে বেলা দ্বিপ্রহর হওয়ার পর জানতে পেরেছেন টিকেট নেই বা ২০০টাকার টিকেট ২০০০ টাকা।অপর দিকে আপনাদের মত আরেক দেশপ্রেমিক মামা কাকা ধরে একটি হ্যালোতে টিকেট ম্যানেজ করে ফেলেছেন। একবারমাত্র ভাবেননি আমরা সকলেই ভাই ভাই,,,আমার ভাইয়ের মন খারাপ রেখে আমার এই চোখ খেলা সহ্য করবেনা। এই সব ভাবনা আসবেনা কারণ সারা দিন দেশকে হাজার বার চু.... রাতে টিভিসেটের সামনে বসে ঠিকই বলছি শালার দেশ একটু পাল্টাবি না,,,এই দেশে কিচ্ছু হবে না,, দেশ তোকে নিকুচি করি।ভাগ্যক্রমে যদি আমরা জিতেও যাই কাল থেকে আমাদের আরেক প্রতিযোগিতা শুরু হবে রঙ দিয়ে মানুষদের অপমান অপদস্থ করা,,,উচ্চ স্বরে গান বাজনা কনসার্ট শব্দদূষণ আর পরিবেশ দূষণ ,,এ যেন আমাদের হৃদয়ের অবিকল ফটো কপি।।।আমি মানুষ হয়ে বাচতে চাই, আমি জানি এই বাংলাদেশে মানুষ হওয়ার শাস্তি তারপরো আমি আশাবাদি একদিন আমরা সভ্য হবো আর সভ্যদের জন্যই বিজয় উপভোগ্য,, সভ্য হওয়ার আগ পর্যন্ত আমাদের জন্য বিজয় অসভ্যতা শিখাবে।।।।
আর এই সমস্ত ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত চেতনাবাজদের চেতনা নিয়ে দেশপ্রেমিক হতে চাইনা।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

এন.এ.আনসারী বলেছেন: দল যেমনি খেলুক একজন নাগরিক হিসাবে আমাদের উচিস দলের সুথে দুঃখে সব সময় পাশে থাকা- তাই বলবো সাথেই আছি টাইগার

২| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: লেখার সা‌থে সহমত। এত আ‌বেগ ভা‌লো না। প্রোফাইল চেঞ্জ করার মত ফাতরা‌মি আ‌মিও ক‌রি‌নি।

৩| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৭

চরিত্রহীন মোড়ল বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ,,,

৪| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৭

চরিত্রহীন মোড়ল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩২

বিজন রয় বলেছেন: অবশ্যই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.