নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

/ ধামাচাপা গভর্নরকে আগাম অভিনন্দন //

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৫


clickযারা আওয়ামী লীগ বা এর সহযোগী ও হাল আমলের শিশুলীগ পর্যন্ত এই লীগ জাতীয় যা আছে, যারা এই গুলোর সাথে জড়িত তারা খুব গর্বের সাথে বলে থাকেন এই বারের সরকার খুব কারিশ্মাটিক সরকার সব কিছু এমন নিখুঁত ভাবে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করে যা দেখে আমরা নিজেদেরই চোখ কপালে উঠে যায়,,আর আন্ডার মেট্রিক খালেদা কিভাবে বুঝবে,,?,এই নিয়ে লীগ সম্প্রদায় খুবই গর্বিত ও আত্ন তৃপ্তির ঢেকুর তুলেন। এই নিয়ন্ত্রণ কৌশল সুদূর রাজধানীরর অলি গলি পেড়িয়ে নদীনালা ছাড়িয়ে এক্কেরে খাল বিলের গ্রামে এসে ঠেকেছে,,এই কৌশলের ফলাফল দেখা যাচ্ছে ইউনিয়ন নির্বাচনে, আন্ডার মেট্রিক খালেদা যেমন চোখে সর্ষে ফুল দেখেছে আর আমরা মিটমিট হেসেছিলাম, লেও ঠেলা মেট্রিক পাশ না করে রাজনীতি করলে কেমন হয় দেখ এবার। ঐদিনের হাসি আজ আমাদের উপর এসেছে কে কখন চেয়ারম্যান মেম্বার হচ্ছে সে নিজেও জানেনা,,আর আমরাতো ম্যাংগু পিপলস মাইরি বলছি এমন নাকানি চুবানি কেউ খায় নি,,যাক এই রাজনীতি নিয়ে আমার লেখার উদ্দেশ্য না। এক জনের কাছে যেমন এটি কৌশল হয়ে তার বিরোধীরা দেখে কুট কৌশল বা ধামাচাপা হিসেবে,,সরকার যা কৌশল বলেছে চারদল বলেছে ধামাচাপা। মনে আছে সেই হলমার্ক্স কেলেঙ্কারির কথা চার হাজার কোটি টাকা কোন টাকা না। আসলেই সরকারের অনেক টাকার মধ্যে এই চার হাজার কোটি টাকা কোন টাকা না। এই টাকাকে " না টাকা" করতে ধামাচাপা চেয়ারম্যান হিসেবে এই ফজলে করীম কে সোনালী ব্যাংকে বসায়। ঐখানে কারীম সাহেব এই ধামাচাপা দিতে সফল হওয়ার পুরুষ্কার সরুপ এই গর্ভনর পদে হাসিন হন। এই বড় কেলেঙ্কারি কে ঠিকই খুব সুন্দর সুচারু ভাবে এই পটু ধামাচাপাবাজ ধামাচাপা দিবেন।
আমি এই ধামাচাপা গভর্নরের সাফল্য কামনা ছাড়া আর কিচ্ছু করারই মরুদ নেই।,
,
,
,
আগাম অভিনন্দন দিতে পারি ধামাচাপার সফলাতার জন্য,,,

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৯

বিজন রয় বলেছেন: অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.