নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কিছু রাম ছাগলদের জন্য নতুন প্রস্তাব

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৬

বাংলাদেশ আজ যে স্তরে এসেছে আই মিন ক্রিকেটে,,,তারা আর হাড়তে জানে না,,,যদি হেড়ে যায় এই দেশের দর্শক মনে করে তাদের হাড়িয়ে দেওয়া হয়েছে,,,আর জিতে গেলে মনে করে আমরা খেলে জিতেছি,,,খেলাধুলায় যে হারজিত আছে এটা তাদের মাথার ডিকশনারিতে নেই এমনকি এই "হারজিত" শব্দটি কোন দিন শুনেছে, পড়েছে বা দেখেছে বলে মনে করতে পারেনা,,আর মেনে নেওয়াতো আরো কঠিন ব্যাপার। যে দেশে আর্জেন্টিনা আর ব্রাজিল করে মারামারি তর্কাতর্কি করে সময় নস্ট করে মাঝে মাঝে জীবন ও দিয়ে,,, এই সমস্ত আবাল আর রাম ছাগলদের আর কি বলিবো,,,বলার ভাষা সেই কবেই হাড়িয়ে ফেলিছি,,,গত কাল্য এই আবাল আর রাম ছাগলদের জন্য খেটে খুটে একটি বুদ্ধি বের করেছি,,,খেলায় হাড়া যাবে না ,,মানে আমরা হাড়বোনা,,
এই খেলা নিয়ে আমরা ইন্সিউরেন্স বা বীমা করতে পারি,,,খেলায় হারলেই বীমা দাবী করা হবে,,,, এবং এই বীমা কোম্পানি আমাদের কে বিজয়ের বীমা দাবী পূরণ করবে।
এবার জিতবে বাংলাদেশ,,, জিতবে প্রতিদিন,,, এখন হারজিত বলতে কিছু নেই সবই জিতের কাহিনী,,, মোবাইল কোম্পানি গুলো সুন্দর সুন্দর কথা আর কাব্যিক ভাষায় বিজ্ঞাপন বানাবে,,,ডিকশনারি থেকে হারজিতের শব্দটি কেটে দিবে,,,"হার" শব্দটিকে রকেটে করে চাঁদে বা মঙ্গলে পাঠিয়ে দিবে,,আর বলবে আপনার উচ্ছাসের জন্যই আমাদের এতদূর আসা,,,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.