নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

দু:খিত সব মাস্টারই শিক্ষক নয়,,,///

১৭ ই মে, ২০১৬ রাত ১০:৪৪

,
,
পরিমল যখন ছাত্রীদের গোপনে ধর্ষণ করেছে তখন তো বলেননি,,, লজ্জিত বাংলাদেশ,,ধর্ষিত বাংলাদেশ।তখন এই খবরটা বেমালুম চেপে যাওয়ার চেস্টা করেছেন,,,যখন ময়মনসিংহ গৌরিপুরের ফরিদ উদ্দিন কে Click This Link
দ্বিগম্বর করে দেওয়াতে ঐদিন পুরো বাংলাদেশ দ্বিগম্বর হয়নি,,ঐদিন বাংলাদেশ লজ্জিত হয়নি,,ঐদিন জেগে ঊঠেনি আমাদের শিক্ষকের সম্মান,,যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মাহাবুবুল কে ছাত্রলীগ এর ছেলেরা এলোপাথাড়ি মেড়ে শার্টের কলারে ধরে উপর্যুপরি কিল ঘুষিতে তার চোখ যখন ঝাপসা হয়ে এসেছিলি তখন কিন্তু তিনি এই ঝাপসা চোখ নিয়ে আপনাদের দিকে অসায় ভাবে ফেল ফেল করে তাকিয়ে ছিলো,,, এই শাহবাগ,এই ডাকসু তখনো ছিলো,, তখন কিন্তু এই আআপনারাই ছিলেন কিন্তু বলেননি লজ্জিত বাংলাদেশ,, বাংলাদেশের কাপড় ছিড়ে গেছে,,,, ঝাপসা চোখে বড়ই বেমানান আমার এই চেতনার দেশ। ফরিদ উদ্দিন তো সদূর গৌরীপুরের কিন্তু আপনাদের পাশেই কলা ভবণে আংগিনায় ঘটে ছিলো এই কাজ,,কই আপনাদের তো সম্মানে লাগেনি,,আতে লাগেনি,,যদিও তাদের বিরুদ্ধে কোন অভিযোগ ছিলোনা,,কিন্তু আপনারা চুপ ছিলেন কারণ তাদের নামের পাশে শ্রী যুক্ত ছিলোনা,শুধু নামের পাশে শ্রী হলেই তিনি সম্মানীয় বা পুজোনীয় অন্যথায় নয়,,,নারায়ণগঞ্জ এর শিক্ষক অনেক দোষে অভিযুক্ত ছিলো,,,,তার বিরুদ্ধে অনেক অভিযোগ প্রমানিত কিন্তু,, উত্তেজিত জনতাকে সামনে রেখে আদালতের বিচার করা যায় না,,এই সত্যটি বোঝার বোধকি আর আপনাদের আছে,,? আপনাদের বোধশক্তির পরিমাপ কেমন তা মাপার জন্য বেশি দূর যাওয়া লাগেনা,,নাসার দিকে হা করে তাকিয়েও থাকা লাগেনা,,এবং বলতে হয়না ভাই একটি যন্ত্র আবিষ্কার করেন,,বোধ শক্তি মাপবো
,,মনে আছে তনুর কথা? আপনারা এই আপনারাই তার আত্নার শান্তির জন্য তার মৃত্যুর পর কনসার্টের আয়োজন করেছিলেন,,এই হলো আপনাদের বোধ শক্তি,,,
এই বোধ শক্তি নিয়ে আজ আবার কান ধরে উঠবস করে শাহবাগে দাড়িয়েছেন,,
আপনাদের নিয়ে বেশি কিছু কি আর বলে যায়,,! পৃথিবীতে একমাত্র আপনাদের দিয়ে সম্ভব আর্টসে পড়ে বিজ্ঞানী হওয়া,,পৃথিবীর একমাত্র আপনাদের পক্ষ্যে সম্ভব ভ্যাদাইম্মা গিড়ি করে খাওয়া,,,, কারণ একমাত্র শাহবাগ ও তার আশেপাশেই আত্ন সম্মান আর বিবেক নির্বাসিত,,,,

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৬ রাত ১০:৫৯

রেদওয়ান কাদের বলেছেন: খুব সুন্দর বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ লেখককে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.