নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

সোনার তরী কবিতা ও বর্তমানের গ্যাস দাম‬!

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৪

ক্লাশে শিক্ষক সোনার তরী কবিতা পড়াচ্ছেন ( অতি বিপ্লবী শিক্ষক) । সব কিছুতেই উনার এই বিপ্লবী মনোভাব বজায় থাকে।।সব কিছুর ব্যাখ্যা উনি তার বিশ্বাস দিয়ে দেওয়ার চেস্টা করেন ।।সোনার তরী কবিতাও উনার থেকে বেচে থাকতে পারেনি...।
শিক্ষক ছাত্রদের বুঝাচ্ছেন এই কৃষক ।।এখানে প্রতিকী শোষিতের আরেক রুপ।কৃষক কষ্ট করে ফসল ফলায়।আর জোতদার মহাজনেরা সেই কাটা ধান নৌকা করে নিয়ে যায়...কিছু কৃষক প্রতিবাদ করে নৌকায় ঊঠার চেস্টা করেও লাভ হয়নি।।বোঝাই নৌকাতে উদের ঠাই হয়না...
এই কৃষকেরা কষ্ট করে ফসল উৎপাদন করে ভোগ করতে পারেনা এই জুতদার আর মহাজনদের খপ্পরে পড়ে সব থেকেও নিঃস্ব...।
.
.
কি চোখ কপালে ঊঠেছে এই শিক্ষকের পাঠদান পদ্ধতি দেখে?
এই রকম শিক্ষক বাংলার জমিনে শত শত...বুদ্ধিজীবীদের আড়ালে লুকিয়ে আছে...
একই দেশ হাজারটা ডিস্ক্রেমিনেশন বা বৈশম্য।।
এই বৈশম্যের শিকার কারা।।অনগ্রসর আর গ্রামের মানুষেরা...
জ্বালানী একটা গুরুত্বপূর্ণ ইসু আজকের যুগের পারিবারিক ও সাংসারিক কর্মকান্ডে। গ্রামের একজন যদি আধুনিক জ্বালানী বা গ্যাস ব্যবহার করতে চায় তাহলে তাকে ব্যয় করতে হবে প্রতি মাসে নুন্যতম ২০০০ থেকে ৩০০০টাকা।।উপর দিকে উন্নত জীবন ধারণ করে উচ্চ ইনকামের শহরের নাগরিকদের জন্য তা ৬০০ টাকা হলেই চলে যায়...এই ৬০০ টাকা দিয়ে বাচ্চার কাপড় শুকানো থেকে একটি ম্যাচের কাটি বাচানোর কত সংগ্রাম করে তা বলে বুঝানো যাবেনা।। ইউনিভার্সিটির ডালের পাতিল যেমন দুই ঈদ ছাড়া ধোয়া হয়েনা ঠিক তাদের চুলাও দুই ঈদে বন্ধ হয়ে।।তা না হলে দেশের খবরের চ্যানেলের মতো ২৪ ঘন্টা জ্বলতে থাকে...
একটি দেশ একজনকে জ্বালানীর জন্য ব্যয় করতে হবে ২০০০ টাকা থেকে ৩০০০ টাকা আর উপর দিকে আরেক পক্ষ মাত্র ৬০০ টাকা ...কেন?
এই প্রশ্নের উত্তর কেউ দিবে না ।।খোজ পর্যন্ত নেয়নি কেন এই গ্রামের মানুষেরা এতো কস্ট করে এই টাকা ব্যয় করবে...?
গ্যাসের দাম বেরে যাচ্ছে আমরা খুশি হচ্ছিনা।।আমরা স্বমন্নয় চাই। পার্থক্যটা ভূমি এবং মালভুমি পর্যন্ত থাকুক সেটা পর্বতসম পার্থক্য কি করে মেনে নেই...গ্যারে দাম যদি কমাতে হয় তাহলে এলপি গ্যাসের দাম কমানোই বুদ্ধিমানের কাজ...শহর গ্রাম বুঝিনা সবার জন্যই গ্যাসের দাম নুন্যতম ১০০০ টাকা করা এখন জোর সময়ের দাবী্‌...।।সব কিছু ঐ শিক্ষকের মতো অতি বিপ্লবী ধ্যানে ব্যাখ্যা চলেনা...
গরীপ বা তৃণমুল মানুষের জন্য কি হবে...এর জন্য সরকার ভুর্তকী দিবে সেটা কিভাবে...অন্যদেশ যেভাবে দেয় ঠিক সেভাবে দিতে পারলে ভালো আর না পারলে নিজস্ব পদ্ধতি ডিসকোলজ করতে হবে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.