নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

অজ্ঞাতনামার এক অজ্ঞাত আর্তি

১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬

//মুভি রিভিউর চেস্টা)
.
আমার আর কোথাও যাবার নেই,
কিচ্ছু করার নেই
রঙ চঙে স্বপ্নের দিন
চলে গেছে রঙ হারিয়ে,,,,,,
এই ফটকা বাজির দেশে
স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই,,
#সুমনের এই গান আমার কলেজ জীবন একই সুতায় বাধা ছিলো। গত মাসে দেশে যখন #আয়নাবাজির ফটকাবাজির জোয়ারে ভেসে ছিলো দেশের শিক্ষিত,সুশীল,ক্রাশ প্রযন্ম,কিছু কিছু সক্রেটিস ভাবধারার জ্ঞান পাপিরা। আয়নাবাজির ফটকাবাজি দিয়ে বুঝিয়ে দিয়েছিলো চুরি করা গল্প ,চুরি করা থিম,এমনকি পোস্টারের ডিজাইন পর্যন্ত চুরি করে সিনামা বানিয়ে অনেক মেধাবী পরিচালক কাহিনীকার সাজা যায়।দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে আয়নাবাজি দেখার আওবান।সিনেমার মুক্তির আগে হাজার হাজার রিভিঊ।
কি বিচিত্র ছিলো ...
আজ আমি এক সিনেমার গল্প বলবো।।সিনেমার নামের মতোই এই সিনেমা অজ্ঞাতনামা। এক দেশের মানুষের দাসত্বের গল্প। এই দাস আধুনিক দাস।যারা মানুষ হিসেবে পায়নি মানুষের মর্যাদা। প্রতি পদে পদে পেয়ে যাচ্ছে অবহেলা,প্রবঞ্চনা এবং প্রত্যাখাত।এই মানুষগুলোই হয়ে যায় #অজ্ঞাতনামা। এই গল্প আমার ,এই গল্প আমার ভাইয়ের। দেশের প্রাধানেরা এই ভাইয়ের রক্তের বিনিময়ে যে টাকা হয় তাদের নিয়ে গর্বের অন্ত নেই।মধ্যম আয়ের স্বপ্নে বিভোর হয় তার শ্রমের মুল্য। শুরু হয় গলা কাটা পাসপোর্টের মাধ্যমে, বিমান বন্দরে উলংগ করে সার্চ,তারপর ভিটেমাটির বিক্রির গল্প তো আর নাই বললাম। অচেনা অজানা এক পরিবেশ। বাকশক্তি হাড়িয়ে হঠাৎ যেন বোবা কালা ।।এই ভাষাহীন মানুষ গুলো ...মাথার মধ্যে এক রাজ্যের চিন্তা ,মিটে মাটি,আর প্রিয়জনের মুখে দুটো আহার। এদিক ওদিক ঘুরে একটি কাজ।।মুজুরি যৎসামান্য।।নেই কোনো অকোপেশনাল সেফটি...এরপর হঠাৎ এক #Accident. .মাংসপিন্ডেদের শরীর থেকে হয়ে এক খন্ড মাংসের বস্তা।মালিক দয়াপরশ ।।এই মাংসকে ফেলে না দিয়ে দেশে ফেরত পাঠায়।না থাকে চেহাড়া,না থাকে শরীর।এই হলো দাসের পরিনতি। দাসের লাশ আসে ।শুরু হয় আরেক জার্নি...জার্নির শুরু আছে শেষ নেই।।কষ্টে মানুষ গুলো নীল হয় ...এইটা আমরা জানি।।কিন্তু কখনোই আমরা অনুধাবন করতে পারিনি নীল হওয়ার অনুভুতি কি...জানতে হলে দেখে ফেলুন Tauquir Ahmed এর অনবদ্ধ সৃষ্টি #অজ্ঞাতনামা। Fazlur Rahman Babu দাসের পিতা হিসেবে অভিনয় ।।আপনাকে ভুলিয়ে দিবে...।তার অতীতের সব কাজ।।
অপর দিকে আছেন সেলিম, মোশারফ করিম ও শতাব্দী
যাদের অভিনয়ের কাছে বাস্তব হার মেনেছে বহু আগেই...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.