নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যতের বাংলাদেশ কিছু সংশয়...।

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৭


দেশে থাকতে কিছুদিন ময়মনসিংহ এলাকায় ছিলাম,যদিও এইটা গাজীপুর ছিলো। কিন্তু মানুষগুলোর আচার ব্যবহার ছিলো ময়মনসিংহ মানুষদের মতো। তাদের এলাকায় অনেকদিন আগে নাকি একজন #পীরসাহেব ছিলেন। নারী পুরুষের পীর সাহেব। অনেক পোপুলার। নারী মুরিদের জন্যে বিশেষ ব্যবস্থা। কয়েক দিন পর এই দরদাবের পীরের সব চেয়ে কাছের মহিলা খাদেম । তিনি স্বপ্নে দেখলেন নবী কে। এই কথা পীর সাহেবকে বলার পর পীর সাহেব তাকে বিশেষ সম্মান দিলেন। দরবারের তার কদর বেরে গেলো , পীর সাহেব সবাইকে বলে দিলেন যে পীরের বিশেষ সেবা করবে আল্লাহ খুশি হয়ে তাকে এই রকম পুরুষ্কার দিবেন । দেখা গেলো নারী খাদেমদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেলো কে কার আগে পীরের বিশেষ সেবা করবে। এর কিছুদিন পর পর তাদের মধ্যে স্বপ্ন দেখা সংখ্যা ১ থেকে একাদিক হয়ে জায়মিতিক হাড়ে শেয়ার বাজারের সূচক অতিক্রম হবার জোগার। তা দেখে তার পুরুষ মুরিদরা যখন ভ্র কুচকে এই সেই দিক কানা ঘুষা শুরু করছে। তখন পীর ঘোষনা দিলেন সব স্বপ্ন দেখা বাদ।
আজ অনেক দিন পর কোন দোকানে বসা শুনা এই উপকথা যে এতো কাজে লাগবে তা ভাবিনি।
গত কয়েকদিন ধরে দেশের ওমুক তুমুক জায়গায় গংগী আস্তানার সন্ধান সত্যি এমোন প্রতিযগিতা ।।হজম করার শক্তি রাখেন তো বাংলাদেশ? আজ যে র‍্যাব এবং পুলিশের মধ্যে গঙ্গী আস্তানা সন্ধানের এই প্রতিযোগিতা দেশকে কোথায় নিয়ে যাবে? জানিনা ।হয়ত আপনাদের #ইন্ডিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি হবে কিন্তু ভবিষ্যতের বাংলাদেশ কোথায় যাবে ?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.