নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

কুমিল্লা কি কারোর ইজাড়া নেওয়া সম্পতি?

০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০১

অভিবাসীর ঘামের টাকা, সচল রাখছে দেশের চাকা'
শুধু মাত্র যাদেরকে আপনারা "কু" নামে ডাকেন তাদের থেকেই ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত কুমিল্লা থেকে মোট ৬ লক্ষ ১৯ হাজার ১৩৮ জন বিদেশ গেছেন, যেটা রপ্তানি হওয়া মোট জনশক্তির প্রায় ১০.৯৪ শতাংশ এবং অবস্থান হিসেবে #১ম স্থান। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি। যেমনি অর্থনীতিকে অক্সিজেন ও স্যালাইন দিয়ে বাজিয়ে রেখেছে এই #কুমিল্লা রাজনীতি ও সামাজিক ক্ষেত্রেও এই কুমিল্লা অতীতের মতো অগনিত অবদান রেখে যাচ্ছে। যেই সেনাবাহিনী না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো কি না তা নিয়ে সন্দেহ ছিলো! সেই সেনা বাহিনীর ভিত্তি হয়ে এই জনপদের এক ক্ষণজন্মার হাত ধরেই । যিনি প্রথম সেনা ঘাটিতে বাংলা ভাষার দাবী জানিয়ে গ্রেট বেয়াদবের স্বীকৃতি পান তিনি হলেন #মেজর এম এ গনি। আমরা যারা কুমিল্লার তারা কি কোথাও দস্থখত করে লিখে দিয়েছি আমাদের সব ভোট নৌকায় দিবো? কোথাও কি আমাদের মুচলেখা আছে আমাদের সব ভোট নৌকায় যাবে? ভোট যদি আপনাদের ভাষায় গণতান্ত্রিক অধিকার হয়ে থাকে? তাহলে এই জনপদের লোকজন শুধু তাদের এই অধিকারটুকু ব্যবহার করেছে। আর তাতেই আপনাদের এতো ফেটে যাচ্ছে,। কই আমরাতো কিছু বলছিনা, এই বাংলাকে এতো কিছু দেওয়ার পর শুধু #এক আওয়ামীলীগদের কাছেই আমরা কু হিসেবেই থাকি। #এক খন্দকার যদি আপনাদের কাছে মীরজাফর আর বেইমান হিসেবে থাকে তাহলে এই খন্দকার মোস্তাককে যিনি শপথ পাঠ করালেন সেই #এইচটি ইমাম কোন ঈমানের বলে ধোয়া তুলসী পাতা হয়ে যায়? বংগবন্ধুর মন্ত্রীসভার ২১জন খন্দকার সাহেবের মন্ত্রিসভায় যোগদেয়।তারা কি ইমানদারের লিটমাস টেস্টে উর্তীর্ণ ...এতো কিছু দেওয়ার পরো আপনাদের মন ভরে্না ...। তাইতো বাপের তাল্লুক পেয়েছেয়েন নাম পরিবর্তন করে দেওয়ার চেস্টা করছেন। এইতো শুরু পচা শামুকে কত ভাবে পা কাটা যায় শুধু চেয়ে চেয়ে দেখবেন ।।আর নখ কামড়াবেন কিছু করার থাকবেনা। বাংলাদেশ হিসেবে আমি যতটুকু গর্ব করি কুমিল্লা হিসেবে তারচেয়ে কম নয়। আপনার কাছে আপনার টুংগীপাড়া স্বর্গ হলে হলে আমার কাছে কুমিল্লা নরক নয় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.