নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

এবার পলিটিক্সের শিকার ssc পরিক্ষার্থিরা

০৫ ই মে, ২০১৭ সকাল ১১:৩০

,
#A+ বা #GPA ৫ এর সংখ্যা নির্ধারণ করবে বোর্ড।বোর্ড চাইলে এর সংখ্যা বাড়বে আর না চাইলে কমবে। এখানে বোর্ড বলতে সরকার। শিক্ষার্থীদের খাতায় কি লেখা থাকলো সেটা বড় কথা নয়, বড় কথা হলো বোর্ডের ইচ্ছা। বোর্ড চাইলে আপনি ৭০ আন্সার করে ৯৫ পেতে পারেন বোর্ড না চাইলে আপনি ৮৫ আন্সার করলেও ৩৭ নাও পেতে পারেন। সব আপনার মেধা বিকাষের দ্বায়িত্য যে তারা নিয়েছে। যখন তাদের মর্জি হবে ১৩তে পাশ মার্ক যখন তাদের মর্জি হবেনা তখন ৫৫ পেয়েও পাশ করতে পারবেন না। ঠিক তেমন এবার তারা কুমিল্লা অঞ্চলের পরিক্ষার্থিদের চাইনি যে তারা পাশ করুক বা জিপিএ ফাইভ পাক। তারা কেন চাইনি সেটা বুঝজার জন্যে আপনাকে ধ্রোণ বিজ্ঞানী হওয়া লাগবেনা।
১, তারা চির বিশ্বাসঘাতক মোস্তাকের অঞ্চলের লোক। সেতাতো বাই ডিফল্ট পাপ.
২/মোস্তাকের এলাকা হয়ে তারা কুমিল্লার নাম চেঞ্জ করতে দিচ্ছেনা। আমরা চেয়েছি এই কু ফু থাকবে না । আমাদের মতো গোলাপের সুবাসে ভরপুর থাকবে তাই চেয়েছি মতি আর ময়নার ভাংগা সংসারে গোলাপের সুবাসে ভড়িয়ে দিতে ।।তা হতে দিলো না , তার উপরে
৩/ সাক্কুকে পাশ করিয়ে আমার ভারা ভাতে ছাই ঢেলে দিলো...
তাদের জন্যে একটি উচিত শিক্ষা না রেখে দিলে আমার নাম কি করে জননেত্রী বা জন দরদী হবে।
মুরাদ টাকলাকে অনেকেই চিনতে না পারেন। কেউ একজন কোন দিন vai লিখতে গিয়ে আইএর জায়গায় u টাইপ করেছিলো। সে ভুল থেকেই আমরা শিখলাম ভাইয়ের চেয়ে ভাউ কমনা। তারপর পেলেম গাতির গর্বিত সেই murad takla (মুরোদ থাকলে) থেকে পেলাম মুরাদ টাকলা... এই টাকলা ছাড়াও আরেক টাকলা আছে।। দেশের শিক্ষা আর শিক্ষা ব্যবস্থাকে হাতে হারিক্যান দড়িয়ে ছেড়ে দিয়েছেন...আর ঘষাঘষিতে অস্তাদ নতুন ঘষেটি বেগম একের পর এক মিথ্যা অজুহাতে ক্ষমতার দাপট দেখিয়ে নিষ্পাপ পরীক্ষার্থীদের বলির পাঠা বানাচ্ছেন।
সারা দেশে পাশের হার ৮০ দশমিক ৩৫ হলেও কুমিল্লা বোর্ডে পাসের হার মাত্র ৫৯ দশমিক শূন্য ৩।
যারা এবছর দুষ্ট লোক আর কিছু ক্ষমতালোভীদের সার্থে বলি হয়েছো ।তোমাদের জন্যে আমার সমবেদনা।
এমন একটি রাজনিতির মারপাচ্যে ফেলে কুমিল্লা অঞ্চল্কে একটি শিক্ষা দেওয়ার প্রচেষ্টাকে খাটো করে দেখার সুগোগ নেই। তাদের এমন বুদ্দি ভিত্তিক প্রয়োগের জন্যে নভেল ডিজার্ভ করে। অপ্র দিকে এই বিরল আবিষ্কার নিজের চুক্ষে দেখার জনে নিজেকে অতিসুভাগ্যবান ভাবতেই পারি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়ংকর কথা!!!!!!!!!!!!!!!!!!!!!!



২| ০৫ ই মে, ২০১৭ দুপুর ১:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শিক্ষাখাত বিগত কয়েক বছর ধরেই পলিটিক্সের শিকার।

নতুন করে কিছু বলার নাই। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.