নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

আত্নাহীন দেহের ঈদ ...।

২৫ শে জুন, ২০১৭ রাত ১০:১২


মাঝে মাঝে আমরা ঘুমেরঘোরে কিছু দুঃস্বপ্ন দেখি । স্বপ্নের বেশিরভাগ থাকে ধুধু বালুচরের মধ্যে আমরা কেউ একজন একা এদিক ওদিক ছুটাছুটি করি। এইরকম অবস্থা হয় আমরা যারা আপনজন ছেড়ে বিদেশ ফিফুয়ে ঈদ করি। অনেক কিছু থেকেও কিছু নেই। দেহটা নিয়ে আমরা প্রবাসে থাকি কিন্তু আত্নাটা ঠিকই আমরা আমাদের দেশে রেখে আসি।
লোডশেডিং কি জিনিস বুঝতে হলে অনেক কিছু দিয়ে ব্যাখা করা লাগে । বিশ্বাস হবে কি না ? জানি না ।।লোডশেডিং এর কারণে শরীর যখন ঘেমে একাকার ...তখন হঠাৎ কারেন্ট আসলে যে প্রশান্তির ঘুমটা হয়। স্পিং এর ম্যাট্রেসে শুয়ে আমরা এই ঘুমটাই মিস করি। স্টারবার্ক্স বা ডানকিনের অনেক ফ্লেভারের চা কফিতে আমাদের মন ভরেনা । মন পরে থাকে বাজারের আমীর ভাইয়ের খালের পানিতে বানানো গাভীর দুধের চায়ে। চারদিকে পরিপাটিতে সাজানো এই পার্ক সেই পার্কে যখন কিছুতেই আলস্যের সময় গুলো কাটেনা । তখন মন চায় বাড়ির পুকুরের দখিন পাড়ে দখিনা হাওয়ায় হোগলা পাটি বিছিয়ে শোয়ে পরি। মোবাইলে ৪জি ইন্টারনেট বাসায় উচ্চ গতির ওয়াইফাই ইয়ে কিছুতে মনের খোরাক জোগাতেে পারেনা তখন ইচ্ছে হয় উড়ালদিয়ে সামিল হই রাস্তার পাশের কোনো এক মাচার আড্ডায় বা ব্রীজের উপরে। শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডার পানির এতো সুন্দর ব্যবস্থা থাকার পরেও গোসল করার পর মনে হয় কিছুই হয়নাই তখন ইচ্ছে চলে যাই এখনই ।।পুকুরে ডুব দিয়ে কাটিয়ে দিবো দিন।। এই রকম হাজারটা ইচ্ছেকে জলাঞ্জলি দিয়ে আমরা আছি প্রবাসে। আপনার হয়তো এইবার দামী ফোন কেনা হয়নাই ।তাই আপনার ঈদ মাটি। আপনার হয়ত দামী ড্রেস্টা কিনতে পারেননাই তাই আপনার ঈদটা মাটি । আপনার হয়তো ব্যাংকএ যাওয়ার ভিসাটা হয়নাই তাই আপনার ঈদটা মাটি। আপনার ঈদটা মাটি হওয়ার হয়ত আপনার কাছে হাজারটা অহেতুক কারণ থাকতে পারে। আপনি জেনে অবাক হবেন এই প্রবাসিরা ঈদের দিনে কিছু খেয়ে বা না খ্যেয়ে কাজ করে যাচ্ছে। আপনি হয়তো বইয়ে বা গল্পে পড়েছেন আমার চারদিকে কিছু নেই শুধু শুন্য আর শুন্য।।এই শুন্যতা কেমন প্রবাসী না হলে আপনি কিছুইতে বুঝবেননা...এই শুন্যতার জন্যেই আমাদের কাছে স্টারবাক্স আর ডানকিনের কফি গরম পানি ছাড়া আর কিছুই মনেহয়না ...এই বিস্বাদ আর শুন্যে হৃদয় নিয়ে আজ যারা ঈদ উদযযাপন করছেন ।তাদের সবাইকে ঈদ মোবারক...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৭ রাত ১০:১৮

সচেতনহ্যাপী বলেছেন: প্রবাসীর সবপেয়েও না অনেক খোয়ানোর বেদনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.