নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে আমি খুঁজে ফিরি; হাড়িয়ে যাওয়া স্বপ্নের মেঠোপথে.।

চরিত্রহীন মোড়ল

https://www.facebook.com/baejid.active

চরিত্রহীন মোড়ল › বিস্তারিত পোস্টঃ

সুপারম্যানদের মূল্যহ্রাস

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭


এক কালে গল্পকারেরা রানের চিপায় কোলবালিশ রেখে গল্প লিখতে গিয়ে উপন্যাস লিখে ফেলতো।।
এখন জমানা পালটিয়ে গেছে ।।এখন গল্প কারেরা গল্প লিখে না ।।এখন সাংবাদিকেরা গল্প লিখে গাল গল্প।।মিথ্যা গল্প।।
ইন্টারনেট সেতো অনেক সহজ করে দিয়েছে্‌
#Banglainsider এর মতো আরো কিছু গাল গল্পের খবরের ফেড়িওয়ালা আছে। যারা নিজেরা অফিসে বসে খবর উৎপাদন করে ,আবার সেই খবর নিজে নিজে ফেড়ি করে বেড়ায়।
তাদের মধ্যে পাইয়োনিয়ার হলেন এক কালের আমার সুপার হিরো #বোরহান কবির। বাংলার কিছু মানুষ্কে নিয়ে গর্ব করতাম। তাদের মধ্যে হতে চেতাম ।ছোট বেলায় ভাবতাম আমি বোরহান কবিরের মতো হবো। বংগবন্ধুর সৈনিক হবো । বাংলার কথা বলবো। জনতার কথা বলবো । । ।তার মতো সাহসী হবো। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবো। এখনো মনে আছে প্রতি রবিবার ৮টার খবরের পরে বসে থাকতাম টিভি সেটের সামনে আসবে আমার সুপার হিরো নিয়ে আসছে পরিপ্রেক্ষিত। সেই বোরহান কবির ।সেই পরিপ্রেক্ষিত।
এখনো বাংলার কথা বলি ,বংগবন্ধুর সৈনিক হয়েছি কিন্তু বোরহান কবিরদের মতো ধান্ধাবাজ ,তেলবাজ হতে পারিনি ।
সময়ের আবর্তে এসে স্বার্থের কাছে মানুষ বিকোয়।
"কেউ তো জানে প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়।
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।"
স্বার্থে টানে প্রিয়জন যেখানে দূরে সরে যায় সেখানে টিভির ক্যামেড়ার সামনে মেকাপের আড়ালে তো এই কিছু স্বার্থবাজী আর চামচাড়া থাকবেই ..যাদের কে টিভি সেটের সামনে নিরেট হিরো থেকে সুপার হিরো মনে হবে কিন্তু সময়ে এসে থিকই পরিচয়ে দিবে টিভিতে যে সুপার হিরো বাস্তবে সে কুকুরের চেয়ে নিকৃষ্ট হতে পারে .বুঝতে দেড়ি হলো এই যা।।
প্রতিদিন কতো খবর লিখে যায় এই বোরহান কবিরেরা
তার সাথে কতো খবর চেপে যায় যায় সে খবর আমরা জানিনা।।
তাই আফসোস করে বলতে হয়ে সুপার হিরোদের মূল্য এতো কম কেন ।সিটি কর্পোরেশনের এখন দায়িত্য হলো তাদের জন্যে মূল্যতালিকা নির্ধারণ করে দেওয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.