নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/asrafulalam

ব্যোমকেশ বাবু

ব্যোমকেশ বাবু › বিস্তারিত পোস্টঃ

"স্যার" দয়া করে স্যার উপাধী ব্যবহার করবেন না।

০২ রা জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৪০


ব্র্যাক চেয়ারম্যান ফজলে হাসান আবেদ আমাদের গর্ব নিঃস্বন্দেহে । তবে নামের আগে স্যার উপাধী কতটা সন্মানজনক তা ভাববার বিষয় । যেখানে তিনি এই উপাধী কোন ভাবেই ব্যাবহার করতে পারেন না। ব্যাপারটা দৃষ্টিকটু এবং অসম্মানজনক । কারণ যতবার ব্রিটিশরা এই ধরণের খবর দেখছে ততবার আমাদের নিয়ে উপহাস করছে । মনে মনে হলেও ।

আসুন জানি স্যার উপাধী কিভাবে পায় আর এর ব্যবহার কিভাবে বা কারা করতে পারেন । ব্রিটিশ সরকার ১৩৪৮ সাল থেকে ব্রিটিশ রাজতন্ত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য নাইট উপাধি ঘোষণা করে । প্রথমে সেনাবহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও ক্রমে এই উপাধী অন্যান্য সাধারণ মানুষের মাজেও বিতরণ শুরু হয় । পাঁচটি ভিন্ন রকমের নিতে উপাধীর মাধ্যমে স্যার শব্দটার ব্যাবহার বেশ জনপ্রিয় হয়ে উঠে । অর্থাৎ আপনি যদি নাইট উপাধী পান তবে আপনার নামের আগে স্যার শব্দটি ব্যবহার করতে পারবেন । তবে এর জন্য আপনাকে ব্রিটিশ নাগরিক হতে হবে । আপনি যদি অন্য কোন দেশের নাগরিক হন এবং নাইট উপাধিতে ভূষিত হন তবে আপনি স্যার শব্দটি নামের আগে ব্যাবহার করতে পারবেন না । তবে চাইলে আপনি কে বি ই ইংরেজির এই তিনটি শব্দ ব্যবহার করতে পারেন ।



বিল গেটস , এঞ্জেলিনা জোলি , স্টিভেন স্পিলবার্গ সহ আরো অনেক নন্দিত মানুষ জন নাইট উপাধিতে ভূষিত । শুধুমাত্র ব্রিটিশ না হবার কারণে এরা কেওই কিন্তু স্যার শব্দটা ব্যবহার করেন না । কারণ এটা স্পষ্টতই সীমা লংঘন । আরো একটি মজার ব্যাপার হচ্ছে এই নন্দিত মানুষগুলো নিজেরা নিজেদের স্বকীয়তায় এতো জনপ্রিয় এদের আসলে আলাদা করে স্যার বলার দরকার পরে না ।



আমি আগেও অনেকবার দেখেছি কিন্তু বুজতে পারি না ঠিক কি কারণে ফজলে হাসান আবেদ এই স্যার উপাধী ব্যবহার করেন ? যেখানে তিনি জানেন এটা উনি ব্যবহার করতে পারেন না । এখন প্রশ্ন হচ্ছে কেন কেও কিছু বলছে না ? ব্রিটিশরা মুচ্কি হাসতে পারে তবে আপনাকে সরাসরি কিছু বলবে না । ব্যাপারটা খুবই লজ্জা লজ্জাজনক । যেখানে রবীন্দ্রনাথ নাইট উপাধী ফিরিয়ে দিয়ে জনপ্রিয় সেখানে আরেকজন বাঙালি অপ্রয়োজনীয় ভাবে এই উপাধী সমানে ব্যবহার করে যাচ্ছেন । আমাদের দেশের বেশির ভাগ মানুষ জানে না এই উপাধী কি বা কারা দেয় । তাহলে কাদের কাছে দেখানোর জন্য এই ব্যবহার । আর যারা জানেন তারা এও জানেন এই উপাধী উনি অপপ্রয়োগ করছেন ।

নাইট উপাধী যারা পান তাদের স্ত্রীদের লেডি বলে সম্বোধন করতে পারেন । এটাই ব্রিটিশ সংস্কৃতি । তবে আমি জানি না ফজলে হাসান আবেদ উনার স্ত্রীকে লেডি উপাধী দিয়েছেন কিনা । উনি যদি স্যার উপাধী ব্যবহার করতে পারেন তবে উনার স্ত্রী অবশ্যই লেডি ব্যবহার করতে পারেন । নিয়ম বা অনিয়ম দুটোই সবার জন্য সমান ।

ব্যাপারটা মোটেই হালকা ভাবে নেবার কিছু না । বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান এবং মিডিয়ার প্রচার এর দিক বিবেচনা করলে এই ধরণের একটি অপপ্রয়োগ লজ্জা জনক । তবে একথা ঠিক ফজলে হাসান আবেদ যদি ব্রিটিশ নাগরিক হয়ে থাকেন তবে নির্দিষ্ট একটা সময় পর উনি স্যার উপাধী ব্যবহার করতে পারেন । কিন্তু উনার নাগরিকত্ব নিয়ে আমি যদি ভুল না করি তবে উনি বাংলাদেশী ।

সম্মান অর্জনের ব্যাপার এবং সামগ্রিক সমগোষ্ঠীর মাঝে সীমাবদ্ধ । আপনি ব্রিটিশ উপাধী ব্রিটিশ শাসনে ব্যবহার করবেন এটাই স্বাভাবিক । যেখানে আপনাকে এই উপাধী দেবার অর্থ পরিষ্কার । আপনার কর্মকান্ড ব্রিটিশ রাজপরিবারের কাছে অনেক প্রাসঙ্গিক । আমার যদি ভুল না হয় তবে আমি প্রয়োজনীয় সব দালিলিক প্রমান এই লেখার সাথে লিংক হিসাবে দিয়েছি । আমি আমার ফজলে হাসান আবেদকে আমার নিজের মতো করে চাই । রানীর দেয়া কোন অলংকারে নয় । এটুকু সন্মান দেশ আপনার কাছে চাইতেই পারে । কারণ যা কিছু করছেন এই দেশেই ।



দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম গুলো যখন এই ধরণের খবর প্রকাশ করে তখন একটুখানি গুগল করে নিলেই পারে । অন্ধভাবে মোহে পড়ার দিন কি এখনো আছে ? আমার তো মনে হয় না ।

ফজলে হাসান আবেদ
কারা নাইট উপাধী পান আর কিভাবে ?
স্যার
ব্রিটিশ অফিসিয়াল নাইট সাইট


মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২১

বাঘ মামা বলেছেন: সাম্প্রতিক মন্তব্যের ঘরে দেখা যাচ্ছে মিস লিজা একটা মন্তব্য করেছে কিন্তু সেটা এখানে শো করছেনা কেন? এটা বলুন তারপর মন্তব্যে যাই,আর এরি মধ্যে আপনি একটু উইকিপেডিয়া থেকে ঘুরে আসুন তারা ওনার বেলায় এই উপাধি ব্যবহার করেছেন কিনা,

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩

ব্যোমকেশ বাবু বলেছেন: মিস লিজা একটা বিজ্ঞাপন সাইট এর লিংক দিয়েছিলো .... আর উকিপিডিয়া না শুধু ইয়েল উনিভার্সিটির পোস্টারেও উনাকে স্যার বলা হয়েছে / কারণ এই ব্যাপারটা খুব একটা সাধারণ না / হাতে গোনা কিছু মানুষ নাইট উপাধী পান আর তাও ব্রিটিশ মিডিয়া না হলে তেমন আগ্রহ দেখায় না /

২| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই নাইট উপাধী আজকের যুগে বাংলাদেশে কী তাৎপর্য বহন করে, আমার বোধগম্য নয়।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঠিক কি কারণে ফজলে হাসান আবেদ এই স্যার উপাধী ব্যবহার করেন ? যেখানে তিনি জানেন এটা উনি ব্যবহার করতে পারেন না । এখন প্রশ্ন হচ্ছে কেন কেও কিছু বলছে না ? ব্রিটিশরা মুচ্কি হাসতে পারে তবে আপনাকে সরাসরি কিছু বলবে না । ব্যাপারটা খুবই লজ্জা লজ্জাজনক । যেখানে রবীন্দ্রনাথ নাইট উপাধী ফিরিয়ে দিয়ে জনপ্রিয় সেখানে আরেকজন বাঙালি অপ্রয়োজনীয় ভাবে এই উপাধী সমানে ব্যবহার করে যাচ্ছেন ।

ভাববার মতো বিষয়!

ব্রিটিশ চলে গেছে- ক্রীতদাস মানসিকতা িক আমরা ছাড়তে পেরেছি!
নিজের মতো করে নিজে মূল্যায়িত হবার আনন্দালোক কি জ্বলেছে হৃদয়ে!

+++

৪| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম গুলো যখন এই ধরণের খবর প্রকাশ করে তখন একটুখানি গুগল করে নিলেই পারে । অন্ধভাবে মোহে পড়ার দিন কি এখনো আছে ? আমার তো মনে হয় না ।

দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন ভিটা প্লাস খেয়ে তরতাজা, তার মধ্যে ইন্ডিয়া ভিটা, পাকি ভিটা, এম্রেরিকা ভিটা, বৃটেনিকা ভিটা প্লাস ইত্যাদি ইত্যাদি।

তারা ভাবে পাবলিক এখনও বোকা রয়েছে তা যা খাওয়াবে পাবলিক তাই খাইবে অনেকা মামুনুর রশিদ গংদের মত। পাবলিক এখন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি খোঁজে। তাদের নিজেদের একটা মিডিয়া রয়েছে সেটা হল সোশ্যাল মিডিয়া।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাংলাদেশ এখন বৃটিশ কলোনীনিতে নেই। তাই বৃটিশদের দেয়া নাইট, স্যার উপাধির দুই টাকার দাম নেই। আর এ সমস্ত উপাধি দেয়া হয় বৃটিশদের চামচামির পুরুস্কার স্বরুপ।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

মাঘের নীল আকাশ বলেছেন: 'উপাধি' শব্দটির বানান আগে নিশ্চিত হয়ে নিন!

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৪

শফিক2003 বলেছেন: আমার একজন পরিচিত ব্যাবসায়ী যিনি aarong এ প্রোডাক্ট সাপ্লাই দেন , তার কাছ থেকে যা শুনলাম
১. যে প্রডাক্টটি তিনি ৩০০ টাকায় সরবরাহ করেন তার বিক্রয় মুল্য aarong এ ৯৫০ টাকা
টাকা কামা মামু ,টাকা কামা। আপনার আর কত টাকা দরকার !!!!
সাভার।রাজেন্দ্রপুর সো সারা দেশে অসংখ হোটেল ,business centre ,আছে BRAC bank ,BRAC পণ্য কিন্তু আমার কাছে মনে হয়না দেশকে নিঃস্বার্থ ভাবে তিনি কিছু দিচ্ছেন !!!!আফসোস

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই ভেবে দেখার মত। আর উনি তো এমনিতেই 'স্যার' উপাধি পাওয়ার আগে থেকেই পরিচিত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.